পাঞ্জাবে কংগ্রেসকে (INC) কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে সরকার গড়েছে আমি আদমি পার্টি (AAP)। সে রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন ভগবন্ত মন। বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন তিনি। আর এরপরেই নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সদ্য পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ইস্তফা দেওয়া নভজ্যোৎ সিধুর (Navjot Singh Sidhu) উবাচ, ‘পাঞ্জাবে মাফিয়া রাজ মুক্ত নতুন পর্বের সূচনা করুন।’
কি বলেছেন সিধু? এদিন সকালে টুইট করে তিনি লেখেন, ‘প্রত্যাশাহীন মানুষেরাই সবথেকে সুখী হন... পাহাড়প্রমাণ প্রত্যাশা মাথায় নিয়ে ভগবন্ত মন পাঞ্জাবে মাফিয়া রাজ বিহীন একটি নতুন পর্বের সূচনা করুন। আশা করি, মানবকল্যানমূলক প্রকল্পের মাধ্যমে তিনি পাঞ্জাবকে সঠিক পথে ফেরত আনতে পারবেন।’
নিজের টুইটটিতে সরাসরি না হলেও পরোক্ষে কংগ্রেসকে খোঁচা দিয়েছেন নভজ্যোৎ। উল্লেখ্য, পাঞ্জাবের ফলাফল বেরনোর পর আমি আদমি পার্টিকে অভিনন্দন জানিয়ে সিধু বলেন, ‘মানুষকে এই অসাধারণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ। মানুষের স্বরই ঈশ্বরের স্বর। আমাদের তা বুঝতে হবে এবং মানুষের সিদ্ধান্তকে মাথা নত করে মেনে নিতে হবে।’
প্রসঙ্গত, পাঁচ রাজ্যেই চরম খারাপ ফলাফলের পর মঙ্গলবার হেরে যাওয়া রাজ্যগুলির প্রদেশ কংগ্রেস সভাপতিদের ইস্তফা দিতে বলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। গতকাল পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দেন নভজ্যোৎ সিং সিধু। নিজের ইস্তফা পত্রের ছবি টুইটারে পোস্ট করে তিনি লেখেন, ‘কংগ্রেস সভানেত্রীর ইচ্ছায় ইস্তফা দিলাম।’