আজ জাতীয় গণিত দিবস (National Mathematics Day)। ২০১২ সাল থেকে গোটা দেশে আজকের দিনটি জাতীয় গণিত দিবস হিসেবে পালিত হয়ে আসছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জমানায় এই দিনটিকে জাতীয় গণিত দিবস হিসেবে ঘোষণা করা হয়। তারপর থেকেই আজকের এই দিনে গণিতপ্রেমী মানুষরা একজোট হয়ে দিনটি উপভোগ করেন। আজকের এই দিনেই ১৮৮৭ সালে প্রখ্যাত গণিতবিদ শ্রীনিবাস রামানুজন (Srinivasa Ramanujan) জন্মগ্রহণ করেন। আর তাঁর স্মৃতির উদ্দেশ্যেই প্রতি বছর এই দিনেই জাতীয় গণিত দিবস হিসেবে পালন করা হয়।
কে এই রামানুজন? কী তাঁর পরিচয়? রামানুজন এমন একজন মানুষ যিনি প্রথাগত শিক্ষায় শিক্ষিত নন। যিনি কেবল নিজের প্রচেষ্টা এবং উদ্ভাবনী দক্ষতা দিয়ে গণিতের কয়েকটি ক্ষেত্রে সেইসময়ে যে কৃতিত্ব দেখিয়েছিলেন গোটা বিশ্বে তা বিরল। ১৮৮৭ সালের ২২ ডিসেম্বর আজকের দিনেই মাদ্রাজের (বর্তমান নাম চেন্নাই) এক তামিল পরিবারে জন্মগ্রহণ করেন। অঙ্কে তিনি বরাবরই সমান আগ্রহী। ১৯০৩ সালে কুম্বাকোনাম গভর্নমেন্ট কলেজ থেকে অনুত্তীর্ণ হন। কারণটি খুবই উল্লেখযোগ্য। কলেজের পড়াশোনায় অঙ্ক ছাড়া অন্য কোন বিষয়ে তিনি মন দিতে পারেননি। তাই 'ফেল' করেন। অঙ্ক ছিল তাঁর প্রতি মুহূর্তের ধ্যান-জ্ঞান।

এরপর ভারতীয় হিসেবে সংসারের হাল ধরতে ১৯১২ সালে রামানুজন পোর্ট ট্রাস্টে কাজ শুরু করেন। যদিও এখানেই রামানুজনের ভাগ্যের চাকা ঘুরে যায়। এখানেই এক ইংরেজ সহকর্মীর নজরে পড়েন তিনি। তাঁর বদান্যতায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অঙ্ক নিয়ে পড়তে যান। ১৯১৭ সালে সুযোগ পান লন্ডনের ম্যাথমেটিক্স সোসাইটিতে। ধীরে ধীরে গোটা বিশ্বের কাছে তাঁর প্রগাঢ় গাণিতিক জ্ঞান ছড়িয়ে পড়ে। সেইসময় গণিতের কিছু কঠিন বিষয় যার কোন সমাধান ছিল না, রামানুজন সেগুলোর সমাধান করে গোটা বিশ্বের কাছে তাক লাগিয়ে দেন। ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস, নাম্বার থিওরি, ইনফাইনাইট সিরিজ প্রভৃতির রামানুজন ব্যাখ্যা আজও সমাদৃত।