২০০৮ সাল থেকে, ২৪শে জানুয়ারী তারিখটি প্রতি বছর ভারতে (India) জাতীয় কন্যা শিশুকন্যা দিবস (National Girl Child Day) হিসাবে পালিত হয়। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের ( Ministry of Women and Child Development) নেতৃত্বে সারা দেশে উদযাপন করা হয় শিশুকন্যা দিবস। এই দিবসটির উদ্দেশ্য হল ভারতীয় সমাজে মেয়েদের মুখোমুখি হওয়া বৈষম্য সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া, কন্যাশিশুর অধিকার এবং নারী শিক্ষা, স্বাস্থ্য এবং পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতনতা প্রচার করা।
এই বছর, সংস্কৃতি মন্ত্রক আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসাবে 'উমং রঙ্গোলি উৎসব' নামে একটি অনুষ্ঠানের আয়োজন করছে আজকের শিশুকন্যা দিবসে। ইভেন্টে অংশগ্রহণকারী দলগুলি সারা দেশে ৫০টিরও বেশি বিশেষ স্থানে রঙ্গোলি সজ্জা করবে, গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। নারী মুক্তিযোদ্ধাদের নামে সড়ক চত্বরে দীর্ঘ রঙ্গোলি সজ্জা করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কার্যত এই দিনে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী (Union Women and Child Development Minister) স্মৃতি জুবিন ইরানি (Smriti Zubin Irani) এবং রাজ্যের মুঞ্জপাড়া মহেন্দ্রভাইয়ের উপস্থিতিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার (PMRBP) পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে কথা বলবেন এবং অভিনন্দন জানাবেন।