বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উত্তরাখণ্ড (Uttarakhand) সফর ঘিরে তুমুল উত্তেজনা। এদিন প্রায় ১৭ হাজার ৫০০ কোটি টাকার ২৩ টি প্রকল্পের শিলান্যাস এবং কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। ২৩ টি প্রকল্পের মধ্যে ১৭ টি প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। যার পেছনে প্রায় ১৪ হাজার ১০০ কোটি টাকা খরচ হবে বলে খবর।
প্রধানমন্ত্রীর দফতর (PMO) সূত্রে খবর, উত্তরাখণ্ডের বিভিন্ন ক্ষেত্রেই এই প্রকল্পগুলি কাজ করবে। ভূমি সংস্কার, রাস্তা, স্বাস্থ্য পরিকাঠামো, শিল্প, স্বচ্ছতা অভিযান, জল সরবরাহ প্রভৃতি দফতরের মাধ্যমে এই প্রকল্পগুলি রূপায়িত হবে বলে খবর। প্রধানমন্ত্রী আজ উত্তরাখণ্ডে লাখোয়ার বহুমুখী প্রকল্পের শিলান্যাস করবেন, যার জন্য ৫,৭৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ১৯৭৬ সাল থেকেই এই প্রজেক্টের কাজ শুরুর কথা বলা হলেও রাজনৈতিক বৈরিতা-সহ নানান প্রতিকূল পরিবেশে এই প্রকল্পের বাস্তবায়ন সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলি দীর্ঘ বছর আটকে আছে, সেগুলো রূপায়ণে জোর দিয়েছেন।
উল্লেখ্য, লাখোয়ার বহুমুখী প্রকল্প রূপায়িত হলে সে রাজ্যের প্রায় ৩৪ হাজার হেক্টর জমির ভূমি সংস্কারের কাজ শেষ হবে। পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে ৩০০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদিত হবে। যা দিয়ে ৬ টি রাজ্য উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হরিয়াণা, দিল্লি, হিমাচল প্রদেশ এবং রাজস্থানে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া সহজ হবে। এছাড়া আজ উত্তরাখণ্ডের মোরাদাবাদ থেকে কাশীপুর পর্যন্ত দীর্ঘ ৮৫ কিলোমিটার রাস্তার শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী, যার জন্য প্রায় ৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে খবর।
উত্তরাখণ্ডের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে এবং সে রাজ্যে বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা প্রদানে প্রধানমন্ত্রী আজ উত্তরাখণ্ডের হৃষিকেশ-এ এইমস তৈরির শিলান্যাস করবেন বলে খবর। এছাড়া পীঠরাগড়ে জগজীবন রাম সরকারি মেডিক্যাল কলেজ তৈরির শিলান্যাস করবেন তিনি। উত্তরাখণ্ডের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে এমন উদ্যোগ বলে সূত্রের খবর। রাজ্যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের বিষয়টি খতিয়ে দেখছে সরকার। উত্তরাখণ্ড জলবিদ্যুৎ নিগমের উদ্যোগে তৈরি ৫ মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।