করোনা ভাইরাসের করাল গ্রাসে আক্রান্ত হয়েছেন বহু মানুষ। বহু শিশু বাবা এবং মা দুজনকেই হারিয়ে এখন অনাথ। এবারে এই অনাথ শিশুদের দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র জানিয়েছে পিএম কেয়ার তহবিল থেকে তাদের খাওয়া-দাওয়া, লেখাপড়া এবং ভরণপোষণের সমস্ত আর্থিক সাহায্য করা হবে। শনিবার বিবৃতি দিয়ে প্রধানমন্ত্রী অফিস জানিয়েছে, করোনা ভাইরাসের কারণে শিশুর বাবা এবং মা দুজনেই মারা গিয়েছেন তারা ১৮ বছর বয়স হলেই পাঁচ বছর পর্যন্ত মাসিক ভাতা পেতে চলেছেন। এছাড়া ২৩ বছর বয়স হলে তাদেরকে ১০ লক্ষ টাকা দেবে কেন্দ্রীয় সরকার।তার সাথে সাথেই পাবেন ৫, লক্ষ টাকার স্বাস্থ্য বীমার সুবিধা।
বীমা করতে পারলাম মানে, এই নয় যে বীমার প্রিমিয়ামের টাকা দিতে হবে। এই টাকাটি দেবে কেন্দ্রীয় সরকার। লেখাপড়ার খরচ এর টাকা দেবে কেন্দ্রীয় সরকার। তার সঙ্গেই যদি তারা উচ্চশিক্ষা করতে চান তাহলে সেই ঋণ প্রদান করবে কেন্দ্র। শনিবার সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবের চিঠি পাঠিয়ে শিশু সুরক্ষা কমিশন জানিয়ে দিয়েছে, দেশের সমস্ত শিশু যারা নিজের বাবা, অথবা মা কিংবা দু'জনকেই হারিয়েছেন তাদের তথ্য দ্রুত পোর্টালে আপলোড যেন করা হয়। জানানো হয়েছে, নাম নথিভুক্ত করা শিশুদের সাথে যাতে কোন রকম অসুবিধা না হয় সেই খেয়াল রাখবে কেন্দ্রীয় সরকার নিজে।