নাম বদল হয়ে গেল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের। এবার রাজীব গান্ধীর নামের পরিবর্তে ব্যবহার করা হবে ভারতীয় কিংবদন্তি হকি খেলোয়াড় ধ্যান চাঁদের নাম। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন মহলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল যে খেলরত্ন পুরস্কারকে মেজর ধ্যান চাঁদের নামে করা হোক। সেই পরিপ্রেক্ষিতেই আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi) টুইট করে এই নাম বদলের কথা ঘোষণা করেন। তিনি টুইট করে বলেছেন, "ভারতের বিভিন্ন জায়গা থেকে অনেক নাগরিকের কাছ থেকে আমি আবেদন পেয়েছি যাতে খেলরত্ন পুরস্কারের নামকরণ মেজর ধ্যান চাঁদের নামে করা হয়। যাঁরা এমন পরামর্শ দিয়েছেন, তাঁদের আমি স্বাগত জানাচ্ছি। তাঁদের আবেগকে সম্মান জানিয়ে এখন থেকে খেলরত্ন পুরস্কারকে মেজর ধ্যান চাঁদ রত্ন পুরস্কার বলা হবে। জয় হিন্দ!"
হকির জাদুকর ধ্যানচাঁদের নাম জানা নেই, এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে। সর্বকালের বিশ্বের সেরা হকি খেলোয়াড়দের মধ্যে অন্যতম ছিলেন প্রেমিক। বাইশ বছরের রোলার কোস্টার ক্যারিয়ারে ধ্যানচাঁদ ৪০০ এর বেশি আন্তর্জাতিক গোল করে ইতিহাস রচনা করেছেন। ১৯৩৬ সালে বার্লিনে, মিউনিখ অলিম্পিকে ভারতীয় হকি দল জার্মানিকে ৮-১ গোলের ব্যবধানে পরাজিত করেছিল। সেই খেলা শেষ হওয়ার পর হকির জাদুকর ধ্যানচাঁদকে নিজের দরবারে আমন্ত্রণ জানিয়েছিলেন অ্যাডলফ হিটলার। তিনি তাঁকে জার্মানি হকি দলে যোগদান করার প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু তিনি ভারতমাতার প্রতি শ্রদ্ধা দেখিয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। ভারতীয় হকির ইতিহাসের তিনবার স্বর্ণপদক এসেছিল ধ্যানচাঁদের হাত ধরেই। ১৯৭৯ সালের ৩ ডিসেম্বর লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তাঁর।
এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ টুইট করে চলতি বছরের অলিম্পিক্সে ভারতীয় পুরুষ এবং মহিলা হকি খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তিনি বলেছেন, "মহিলা এবং পুরুষ হকি টিম এবার অলিম্পিক্সে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অনেক ভারতবাসীর চোখ খুলে দিয়েছে। অনেকেই হকি খেলার দিকে এবার আগ্রহ দেখাতে পারে। অদূর ভবিষ্যতের জন্য এটা বেশ ইতিবাচক পদক্ষেপ হতে পারে।"