সম্প্রতি করোনা (Corona) ভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ে উদ্বেগে গোটা দেশবাসী। লকডাউন এবং বিভিন্ন রাজ্যে বাধা-নিষেধ আরোপের ফলে সংক্রমনের মাত্রা কিছুটা কমলেও উদ্বেগ কমার পরিস্থিতি সৃষ্টি হয়নি। এই পরিস্থিতিতে আজ ৭ জুন সোমবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি এদিন করোনা ভ্যাকসিন ও বিনামূল্যে রেশন পরিষেবা বিষয়ে মন্তব্য করেন। তিনি জানিয়েছেন, "দীপাবলি অর্থাৎ নভেম্বর মাস পর্যন্ত দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। এর ফলে নিম্নবিত্ত মধ্যবিত্ত সম্প্রদায়ের প্রচুর মানুষ উপকৃত হবেন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মেয়াদ দীপাবলি অবধি বৃদ্ধি করা হবে।"
এছাড়া করোনা ভ্যাকসিন সম্বন্ধে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বলেছেন, "আগামী ২১ জুন থেকে ১৮ বছরের ঊর্ধ্বের সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। ভ্যাকসিন রাজ্যগুলিকে কিনতে হবে না। রাজ্যগুলি এতদিন অব্দি ভ্যাকসিন দেওয়ার জন্য যেই ২৫ শতাংশ কাজ করতো তা এবার করবে কেন্দ্রগুলি। টিকাকরণ প্রক্রিয়ার জন্য রাজ্যকে খরচ করতে হবে না। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলি আগের মতই ২৫ শতাংশ ভ্যাকসিন পাবে এবং তারা সর্বোচ্চ ১৫০ টাকা প্রতি ডোজের জন্য দাম নিতে পারবে।" এছাড়া প্রধানমন্ত্রী আজ জানিয়েছেন, "ইতিমধ্যেই দেশের ২৩ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। টিকাকরন প্রক্রিয়া আরো দ্রুত করার জন্য ৩ টি ভ্যাকসিনের ট্রায়াল পিরিওড চলছে। এছাড়া নাকের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া নিয়ে গবেষনা চলছে যা সফল হলে অনেক সুবিধা পাওয়া যাবে।"