২৩ নভেম্বর, ২০২৪
দেশ

"ভারতের উন্নয়নের জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে", টোকিও সফরে গিয়ে বললেন মোদি

কোয়াড সামিটে গিয়ে টোকিওতে আজ প্রবাসী ভারতীয়দের ভাষণ দেন নরেন্দ্র মোদি
Narendra modi in Tokyo Bengali News
টোকিওতে ভাষণে মোদি http://twitter.com/narendramodi
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ মে ২০২২
শেষ আপডেট: ২৩ মে ২০২২ ২২:৩৪

কোয়াড সামিটে (Quad summit) যোগ দিতে দুদিনের সফরে টোকিও (Tokyo) গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোমবার টোকিওতে ভারতীয় প্রবাসীদের সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, "আজ ভারত স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছে। স্বাধীনতার ১০০ বছরের দিকে এগিয়ে যাওয়ার পথে ভারতের স্বপ্ন আগামী ২৫ বছরে দেশটিকে নতুন উচ্চতায় পৌঁছানোর।" তাঁর সংযোজন, "আমি জানি আমরা যে প্রতিজ্ঞা নিয়েছি তা অনেক বড়। কিন্তু আজ ১৩০ কোটি ভারতীয়দের মধ্যে যে উদ্দীপনা এবং আত্মবিশ্বাস দেখা যাচ্ছে, তাতে আমি নিশ্চিত এই প্রতিজ্ঞাগুলি অবশ্যই পরিপূর্ণ হবে।"

ভাষণের মধ্যে মোদির কথায়, "আমরা যে শপথগুলি নিয়েছি তা বিশাল, কিন্তু আমি জীবনে যে শিক্ষা পেয়েছি তার বিচারে আমি সহজ ও মোলায়েম পথ পার করাতে বিশ্বাসী ন‌ই। আমি পাথর মোড়ানো কঠিন পথ পার করতে প্রস্তুত সর্বদাই।" আর এরপর‌ই শ্রোতাদের দিক থেকে ভেসে আসে মোদির জয়গান। এদিন ভারতের অংশীদার হিসেবে জাপানের গুরুত্বের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। মোদির কথায়, "ভারত এবং জাপান প্রাকৃতিক অংশীদার। ভারতের উন্নয়ন যাত্রায় জাপান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জাপানের সাথে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠতা, আধ্যাত্মিকতা, সহযোগিতা এবং আত্মীয়তার।" তিনি আরও বলেন, "জাপানের সাথে আমাদের সম্পর্ক বিশ্বের জন্য একটি শক্তি, সম্মান, অভিন্ন সংকল্পের। জাপানের সাথে আমাদের সম্পর্ক বুদ্ধের, জ্ঞানের ও ধ্যানের।" ভারতের উন্নয়ন যাত্রায় জাপানের ভূমিকা তীব্রভাবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। আর সেই আত্মীয়তার তীব্রতা বোঝাতে মোদি উল্লেখ করেন মুম্বাই-আহমেদাবাদ হাই-স্পিড রেল, দিল্লি-মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডোর বা ডেডিকেটেড মালবাহী করিডোরের প্রসঙ্গ। গৌতম বুদ্ধ ও তাঁর শিক্ষার প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "আজকের বিশ্বকে ভগবান বুদ্ধের দেখানো পথ অনুসরণ করতে হবে। এটিই হল মানবতাকে আজ বিশ্বের সামনের চ্যালেঞ্জগুলি থেকে বাঁচানোর উপায়, তা হিংসা, নৈরাজ্য, সন্ত্রাসবাদ এবং জলবায়ু যা কিছু হোক না কেন।"

করোনা অতিমারীকালীন সময়ে দেশের অবস্থান প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, "বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের আশা কর্মীদের মহাপরিচালক- গ্লোবাল হেলথ লিডারস অ্যাওয়ার্ডে সম্মানিত করেছে। ভারতের লক্ষাধিক আশা কর্মী, মাতৃত্বের যত্ন থেকে টিকা, পুষ্টি থেকে পরিচ্ছন্নতা, দেশের স্বাস্থ্য অভিযানকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।" গত আট বছরে বিজেপি কিভাবে দেশের গণতন্ত্রকে ত্বরান্বিত করেছে সেই প্রসঙ্গে মোদি বলেন, "ভারতে, জনগণের নেতৃত্বে শাসন আজ সত্যিকার অর্থে কাজ করছে। শাসনের এই মডেলটি সরবরাহকে দক্ষ করে তুলছে। এটাই গণতন্ত্রের প্রতি অবিচল বিশ্বাসের সবচেয়ে বড় কারণ।" দেশের প্রতি গর্ববোধ পোষণ করে প্রধানমন্ত্রী মোদি বলেন, "আজকের ভারত তার ইতিহাসের জন্য যেমন গর্বিত তেমন তার প্রযুক্তি, বিজ্ঞান, উদ্ভাবন এবং প্রতিভা-নেতৃত্বাধীন ভবিষ্যতের বিষয়ে এক‌ইভাবে গর্বিত।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ ফেব্রুয়ারি

বাংলা থেকে আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Narendra Modi
১১ ফেব্রুয়ারি

নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ সফর

Narendra Modi
১০ সেপ্টেম্বর

জি ২০ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সঙ্গে ছিলেন তাঁর পুত্র

Justin Trudeau and narendra modi
১০ আগস্ট

এই ছুটি মা কিংবা বাবা টানা ৭৩০ দিন অর্থাৎ দুই বছর নিতে পারবেনা, রয়েছে নিয়ম

new born child
২৭ জুলাই

যুবতীকে ভর্তি করানো হয়েছে স্থানীয় একটি হাসপাতালে

rape fear woman attacked torture
৩০ মে

বিজেপি সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রতিবাদে কয়েক দিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা

Wrestler protest
২৮ মে

আশঙ্কাজনক অবস্থায় তাদের পুরীর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়

Puri Jagannath temple
২৮ মার্চ

সিঙ্গুরে আট একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ এপ্রিলের মধ্যেই শেষ হবে

Modi Mamata new 2
১৩ মার্চ

সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

Narendra Modi
২৬ ফেব্রুয়ারি

সকল জেলা প্রশাসনকে সতর্ক করে দেওয়া হয়েছে

bird flu checken hen
১৯ জানুয়ারি

ছাড়পত্র দিয়েছে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি

Mamata tmc
২৭ নভেম্বর

"এনারা নাকি বিজেপির মুখ!" কটাক্ষ কুণাল ঘোষের

Narendra Modi
২৩ নভেম্বর

শপথ গ্রহণ পর্ব মিটতেই সস্ত্রীক রাজ্যপাল রেড রোডে গিয়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন

CV Ananda bose