"মুসলিমরাই দেশে সবচেয়ে বেশি গর্ভনিরোধক ব্যবহার করেন" এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন সর্ব ভারতীয় মিম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসংখ্যা নিয়ে মন্তব্যের কড়া মন্তব্য করলেন তিনি। পরিষ্কার জানিয়ে দিলেন, যোগী আদিত্যনাথের এমন একপাক্ষিক মন্তব্যের কড়া সমালোচনার কথা।
সম্প্রতি জাতিপুঞ্জের একটি সমীক্ষায় উঠে এসেছে ২০২৩ সালের মধ্যে ভারতের জনসংখ্যা চিনকেও ছাড়িয়ে যাবে। বিশ্বের জনসংখ্যা নিয়ে একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের 'দ্য ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস, ২০২২' (World Most Populous Country)। রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে বিশ্বে জনসংখ্যা ৮০০ কোটি ছাড়াবে। সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালে চিনকে ছাপিয়ে বিশ্বে জনবহুল দেশের তকমা পাবে ভারত।
এর প্রেক্ষিতে যোগী আদিত্যনাথ মন্তব্য করেছিলেন, "আমাদের মাথায় রাখতে হবে জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি সফলভাবে চলতে দেওয়া উচিত। তবে অবশ্যই ভারসাম্য বজায় রাখতে হবে। জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রিত থাকলে সমাজ রোগমুক্ত থাকবে।" তিনি আরও বলেছিলেন, জনসংখ্যার ভারসাম্য রক্ষায় ধর্মের ভারসাম্য বজায় রাখতে হবে। এমন মন্তব্য যে পক্ষান্তরে মুসলিমদের উদ্দেশ্যে, মনে করছেন ওয়াকিবহাল মহল। এই মন্তব্যের প্রেক্ষিতে কড়া কটাক্ষ শোনা গেল আসাদউদ্দিন ওয়েসির মুখে।
ওয়েইসির সাফ জবাব, ওঁদের স্বাস্থ্যমন্ত্রীই জানিয়েছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে দেশে কোনও আইন বলবৎ করার প্রয়োজন নেই। মুসলিমরাই সবচেয়ে বেশি গর্ভনিরোধক ব্যবহার করেন। পরিসংখ্যান দিয়ে তিনি বলেছেন, ২০১৬ সালে মুসলিমদের সন্তান প্রসবের হার যেখানে ২.৬ শতাংশ ছিল, বর্তমানে তা ২.৩ শতাংশ। ওয়েইসির এই মন্তব্যের পর দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।