গত বছরের মার্চ মাস থেকেই সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করতে বিশ্বজুড়ে করোনা অতিমারি ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটি দেশের মানুষ এই রোগের কবলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। চলতি বছরের শুরুতে করোনা পরিস্থিতি অনেকটা কমলেও আবারো এপ্রিল মাসের শুরু থেকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা। ভারতে করোনার দৈনিক সংক্রমণ গ্রাফ রীতিমতো উদ্বেগে ফেলেছে সাধারণ মানুষকে। চলতি সপ্তাহে তিনবার রেকর্ড ভেঙে গত ২৪ ঘন্টায় দেশজুড়ে আক্রান্ত হয়েছে ২ লাখ যা এর আগে কখনো হয়নি। আসলে এখন সংক্রমণ লাগামছাড়া হয়ে উঠছে। একদিকে দেশের চারটি রাজ্যে নির্বাচন চলায় সেখানে কাতারে কাতারে মানুষ সামাজিক দূরত্ব তোয়াক্কা না করেই মাস্ক না পড়ে উপস্থিত থাকছে। এছাড়াও বর্তমান ভারতে উদ্বেগ বাড়াচ্ছে কুম্ভ মেলা।
সম্প্রতি ভারতের হরিদ্বারে কুম্ভ মেলা শুরু হয়েছে। উত্তরাখণ্ড প্রশাসনের তরফে জানানো হয়েছে যে চলতি বছরের কুম্ভে এখনো অব্দি ২৩ লাখ পুণ্যার্থী এসেছে। উত্তরাখান্ড প্রশাসন যদিওবা দাবি করেছে তারা করোনা বিধি মেনে মেলা আয়োজন করেছে। কিন্তু বাস্তবের চিত্রটা সম্পূর্ণ অন্যরকম। দেখা গিয়েছে সোশ্যাল ডিসটেন্স বজায় রাখা শিকেয় তুলে মাস্ক ছাড়াই পুণ্যার্থীরা ঘুরে বেড়াচ্ছে। ইতিমধ্যেই ৪৮ ঘন্টার মধ্যে কুম্ভমেলা চত্বরে হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে করোনায়। এছাড়াও উল্লেখযোগ্যভাবে হরিদ্বারে করোনা সংক্রমনের সংখ্যা বাড়ছে।
যদিও কুম্ভমেলা আয়োজন কমিটির সদস্য সিদ্ধার্ত চক্রপাণি বলেছেন, "আমাদের কাছে বিশ্বাস সবচেয়ে বড় বিষয়। মা গঙ্গার উপর মানুষের অগাধ বিশ্বাস হয়েছে এবং তার জন্যই তারা স্নান করতে এসেছেন। মা গঙ্গা তাদের অতিমারি থেকে রক্ষা করবে।" এছাড়া উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীর্থ সিংহ রাওয়াত বলেছেন, "মানুষের স্বাস্থ্য অবশ্যই গুরুত্ব পাবে। তা বলে ধর্মকে অবহেলা করতে পারবো না।"