গত বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) পরিস্থিতি ফিরিয়ে আনতে কেন্দ্রশাসিত অঞ্চলের বিরোধী নেতাদের সাথে সর্বদল বৈঠক আয়োজন করা হয়েছিল। এই বৈঠকের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দিল্লির (Delhi) সাথে জম্মু-কাশ্মীরের "দিল" এর দূরত্ব ঘোঁচাতে চেয়েছিলেন। কিন্তু এই কাজ যত সোজা নয় তা জানিয়ে দিলেন কাশ্মীরের প্রধান প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti) ও ফারুক আব্দুল্লাহ। দুজনেই জানিয়েছেন যে দিল্লি যদি পাহাড়ের সাথে পরিস্থিতি স্বাভাবিক করতে চায় তাহলে তাদের একাধিক সদর্থক পদক্ষেপ গ্রহণ করতেই হবে। এই বিষয়ে ওমর আব্দুল্লা বলেছেন, "বিজেপির ৭০ বছর সময় লেগেছিল ৩৭০ ধারা সংক্রান্ত রাজনৈতিক প্রোপাগণ্ডা পূর্ণ করতে। এখন আমরা মানুষকে এটা বলে বোকা বানাতে পারি না যে ৩৭০ ধারা ফিরবে। ওরকম আশা করা বোকামি হবে। বৃহস্পতিবারের বৈঠক সূচনা মাত্র বা বলা যেতে পারে প্রথম পদক্ষেপ। আত্মবিশ্বাস এবং পারস্পরিক বিশ্বাস ফিরে পেতে অনেকটা পথ চলতে হবে কেন্দ্র সরকারকে।"
অন্যদিকে সর্বভারতীয় সংবাদমাধ্যমের বৈঠকে মেহবুবা মুফতি বলেছেন, "একটা বিষয় পরিষ্কার করা খুবই প্রয়োজন হয়ে পড়েছে। আমি দিল্লিতে নির্বাচনের দাবি জানাতে আসিনি। বরং জম্মু ও কাশ্মীরের মানুষদের আত্মবিশ্বাস বাড়াতে ও তাদের জীবনযাত্রা স্বাভাবিক করে তোলার আর্জি নিয়ে কেন্দ্র সরকারের কাছে এসেছি। জম্মু কাশ্মীরের মানুষেরা যেভাবে আতঙ্কে রয়েছেন তা দূর করা খুব প্রয়োজন হয়ে পড়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলাও বহু বন্দী মানুষকে মুক্তি দেয়ার মাধ্যমে কেন্দ্রের সাথে কাশ্মীরের মানুষের মনের দূরত্ব দূর হতে পারে।"