দেশজুড়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে দৈনিক সংক্রমণ ২ লাখ ৩৪ হাজারের গণ্ডি ছুঁয়েছে। দেশজুড়ে হাসপাতলে জায়গা পাওয়া যাচ্ছে না এবং অভাব দেখা দিয়েছে অক্সিজেন সরবরাহের। এরইমধ্যে করোনা সংক্রমণ মোকাবিলার জন্যউপদেশ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি তার চিঠিতে করোনার পরিস্থিতি মোকাবিলায় মোদিকে পাঁচ দফা পরামর্শ দিয়েছেন।
চিঠিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং স্পষ্ট উল্লেখ করে বলেছেন, "সরকারকে ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাকে কি নির্দেশ দিয়েছে তা স্পষ্ট করতে হবে। সরকার যদি বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন নিতে চায় তাহলে এখন থেকেই ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলোকে বরাত দিয়ে হবে যাতে তারা শীঘ্রই ভ্যাকসিন প্রস্তুতির কাজ চালু করে দেয়। এইজন্য ভ্যাকসিন নির্মাতা সংস্থাকে সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য করতে হবে। এছাড়া সরকার যত ভ্যাকসিনের ডোজ মজুত রাখবে তার ১০ শতাংশ দিতে হবে জরুরীভিত্তিতে যে সমস্ত রাজ্যের প্রয়োজন। এছাড়া প্রথম সারির যোদ্ধা হিসেবে স্কুল শিক্ষক ও ট্যাক্সিচালকদের অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া গোটা দেশে ভ্যাকসিন ঠিকমতো বন্টন হচ্ছে নাকি তাকা খেয়াল রাখতে হবে প্রধানমন্ত্রীকে।"