৫ বছরের এক শিশুকে হত্যার (murder) অভিযোগে এক ব্যক্তিকে দা দিয়ে কোপালো উত্তেজিত জনগণ। কোপানোর পর তার গায়ে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ উঠল ক্ষিপ্ত জনতার বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে আসামের (Assam) ডিব্রুগড় জেলার রোমোরিয়া এলাকায়।
এ বিষয়ে স্থানীয় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ডিব্রুগড় রোমোরিয়া থানা এলাকার একটি চা কারখানায় শিশুটির উপর দা নিয়ে চড়াও হয় সুনীল তাঁতি (৩৫) নামে এক ব্যক্তি। দা'য়ের কোপ মেরে শিশুটিকে খুন করে সুনীল।
জানা গিয়েছে, ঘটনার পরেই উত্তেজিত জনতা দা এবং লাঠি নিয়ে চড়াও হয় সুনীলের উপর। ঘটনাস্থলেই তার উপর চলে আক্রমণ। দা দিয়ে নির্মমভাবে কোপানো হয় তাকে। সেইসাথে চলে লাঠিপেটাও। এরপর স্থানীয় একটি ধানক্ষেতে সুনীলকে নিয়ে গিয়ে তার গায়ে আগুন লাগিয়ে দেয় (immolate) ক্ষিপ্ত জনতা। ঘটনায় মৃত্যু হয় অভিযুক্তের।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ডিব্রুগড়ের পুলিশ সুপার-সহ পুলিশের একাধিক পদস্থ আধিকারিকেরা। পরিস্থিতি সামাল দিতে তাঁদের সঙ্গে এলাকায় পৌঁছায় সিআরপিএফ জওয়ানেরাও। শিশু-সহ অভিযুক্ত সুনীল তাঁতির মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।