বিকাশ দ্যুবের স্মৃতি উস্কে দিয়ে আরও একবার এনকাউন্টারে মাফিয়ানেতাকে খতম করল যোগীরাজ্যের পুলিশ। লিকার মাফিয়া মোতি সিং ছিলেন এক ইন্সপেক্টর ও এক কনস্টেবলকে খুনের মূল পান্ডা। নৃশংসভাবে তাদের হত্যা করে ওই মাফিয়াদল। আজ এনকাউন্টারে তাদের খতম করে পুলিশ।
উত্তরপ্রদেশের কাশগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা মদের কারখানার হদিশ পেয়ে সেটি বন্ধ করতে ওই গ্রামে যান ইন্সপেক্টর অশোক ও কনস্টেবল দেবেন্দ্র। তারা দুজন গ্রামে ঢোকার মুখেই লাঠি বল্লম নিয়ে তাদের ওপর চড়াও হয় মোতি সিং এর সাগরেদরা। বেধড়ক মারধর করলে কনস্টেবল দেবেন্দ্র ওখানেই মারা যান এবং ইন্সপেক্টর অশোক কোনোরকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসেন। উর্দ্ধতন কর্তৃপক্ষকে তিনি সবটা জানালে জিরো টলারেন্স নীতিতে পদক্ষেপ নেয় উত্তরপ্রদেশ সরকার।
আজ ভোররাতে বিরাট পুলিশবাহিনী দিয়ে ঘেরাও করা হয় পুরো গ্রাম। মোতি ও তার দল গোলাগুলি চালানো শুরু করলে পাল্টা গুলি চালায় পুলিশ। প্রথমে মোতির ভাই ও পরে মোতি সিং পালাতে গিয়ে এনকাউন্টারে খতম হয়।