২৩ নভেম্বর, ২০২৪
দেশ

তৃণমূল কংগ্রেসকে টুইটারে 'আনফলো' করলেন মহুয়া মৈত্র, মা কালী বিতর্কের জের কি?

মা কালী বিতর্কে নতুন মোড়, তৃণমূল কংগ্রেসকে টুইটারে আনফলো করলেন মহুয়া মৈত্র
Mohua Moitra Bengali News
twitter
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৬ জুলাই ২০২২
শেষ আপডেট: ৬ জুলাই ২০২২ ১১:০৪

মা কালী বিতর্কের জের কি? বুধবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তৃণমূল কংগ্রেসকে 'আনফলো' করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। বর্তমানে তিনি কেবল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেই 'ফলো' করেন।

উল্লেখ্য, একটি সর্বভারতীয় চ্যানেলে মা কালী সম্পর্কে 'বিতর্কিত' মন্তব্য করেছিলেন তিনি। সেই মন্তব্যের পরেই দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে। অনেকেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে গিয়ে ক্ষোভ উগরে দিচ্ছিলেন। এমন অবস্থায় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, "একটি অনুষ্ঠানে দেবী কালী প্রসঙ্গে মহুয়া মৈত্র যে মন্তব্য করেছেন, তার দায় কোনওভাবেই তৃণমূল নিচ্ছে না। তৃণমূল ওই মন্তব্য সমর্থন করে না বা মান্যতা দেয় না। সর্বভারতীয় তৃণমূল এই ধরণের মন্তব্যের তীব্র নিন্দা করছে।"

এর প্রেক্ষিতে অবশ্য মহুয়া মৈত্র একটি টুইট করেছিলেন। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে ছিলেন, "আমি সঙ্ঘীদের বলতে চাই, মিথ্যে বলে আপনারা ভালো হিন্দু হতে পারবেন না। আমি কখনোই কোন চলচ্চিত্রের কোন পোস্টারের সমর্থন করে ধূমপান শব্দের উল্লেখ করিনি। তারাপীঠে গিয়ে দেখে আসুন সেখানে দেবীকে প্রসাদ হিসেবে কী ধরণের খাবার বা পানীয় দেওয়া হয়।" যদিও মহুয়া মৈত্রের এই বক্তব্য অনেকেই মেনে নিতে পারেননি। অনেকেই বিভিন্ন সামাজিক মাধ্যমে মহুয়া মৈত্রের বিরুদ্ধে গিয়ে কথা বলেছেন।

এদিকে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য নিয়ে এখনও গোটা দেশ উত্তাল। তার মধ্যে মহুয়া মৈত্রের এমন মন্তব্যের পর ফের বিতর্ক তৈরি হলে দেশ উত্তাল হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, বিজেপি সাংসদ মহুয়া মৈত্রের বক্তব্যকে হাতিয়ার করে নতুন বিতর্ক তৈরি করতে পারে। যদিও তৃণমূল কংগ্রেস দলগতভাবে বুঝিয়ে দিয়েছিল কোন প্রকার বিতর্কিত মন্তব্য দল সমর্থন করে না।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
৪ জুন

এক নজরে দেখে নিন ২০২৪ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে জিতলেন কোন কোন তারকারা

Celeb win vote
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
১৩ জানুয়ারি

ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এবং হেমাটোলজির চিকিৎসকরা মদন মিত্রকে দেখছেন

Madan mitra white
১২ জানুয়ারি

সকলকে স্বামীজির মতাদর্শ মেনে চলার পরামর্শ অভিষেকের

Abhishek Swami ji
১০ সেপ্টেম্বর

জি ২০ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সঙ্গে ছিলেন তাঁর পুত্র

Justin Trudeau and narendra modi
৩১ আগস্ট

রাখি বন্ধনের দিন ‘জলসা’য় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী

Mamata Amitabh house
২২ আগস্ট

পুরোহিতদেরও মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে

Mamata Banerjee smilee
২০ আগস্ট

যাদবপুর-সহ নানা বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলেও, কোনও উত্তর দেননি ডায়মন্ডহারবারের সাংসদ

Abhisekh White sit boom
১০ আগস্ট

এই ছুটি মা কিংবা বাবা টানা ৭৩০ দিন অর্থাৎ দুই বছর নিতে পারবেনা, রয়েছে নিয়ম

new born child
২৭ জুলাই

যুবতীকে ভর্তি করানো হয়েছে স্থানীয় একটি হাসপাতালে

rape fear woman attacked torture
২২ জুলাই

বিজেপিকে মহিলারাই দেশ থেকে বের করে দেবে : মুখ্যমন্ত্রী

Mamata Banerjee rain
১৩ জুলাই

২ লক্ষ টাকা ক্ষতিপূরণের অঙ্ক হতে পারে না, কমপক্ষে ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে : তোপ শুভেন্দু অধিকারীর

Mamata Banerjee smilee