এপ্রিল মাসের প্রথম থেকেই করোনা ভাইরাসের দাপটে শোচনীয় অবস্থা ভারতের। প্রায় প্রতিদিন করোনা সংক্রমনের পরিসংখ্যান গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে। গত ২৪ ঘন্টায় সংক্রমনের সংখ্যা সাড়ে ৩ লাখ অতিক্রম করেছে। দেশের রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেক বেড়ে যাওয়ায় তাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। দিল্লিতে একদিকে দৈনিক সংক্রমণ হচ্ছে প্রায় ২৪ হাজার। বেড পাওয়া যাচ্ছে না হাসপাতলে। অক্সিজেনের ঘাটতিতে মৃত্যু হচ্ছে রোগীদের। হাসপাতালে একটি বেডে ভর্তি ২-৩ জন রোগী। শ্মশানে চিতার আগুন নিভছে না। এই ভয়াবহ পরিস্থিতির মাঝে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে লকডাউনের সময়সীমা বাড়ানোর জন্য আর্জি জানিয়েছিল।
দিল্লিতে গত সপ্তাহে ৬ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। অত্যাবশ্যকীয় পণ্য ছাড় থাকলেও স্কুল, কলেজ, অফিস, রেস্তোরাঁ, শপিং মল ভিক্টরি সম্পূর্ণ বন্ধ ছিল। এরপর ডিজাস্টার ম্যানেজমেন্টের আরজির কথা মাথায় রেখে এবং বর্তমান পরিস্থিতি বিচার করে লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিয়েছেন, "আগামী ৩ মে ভোর পাঁচটা অব্দি দিল্লিতে লকডাউন থাকবে।"