কোভিডের (COVID-19) দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশের অর্থনীতি। এই পরিস্থিতিতে ফের একবার আর্থিক প্যাকেজের ঘোষণা করল কেন্দ্র। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ঘোষণা করেন, করোনা জর্জরিত শিল্পগুলিকে ফের একবার ঘুরে দাঁড়াতে সাহায্য করতে ১.১ লক্ষ কোটি টাকার ঋণ গ্যারান্টি স্কিম চালু করবে কেন্দ্র। এর মধ্যে ৫০ হাজার কোটি টাকা শুধুমাত্র স্বাস্থ্য ক্ষেত্রের জন্যে বরাদ্দ থাকবে। পাশাপাশি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমের ক্যাপিটালের পরিমাণ বাড়ানোর কথাও ঘোষণা করলেন নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman)।
এ বিষয়ে এদিন নির্মলা সীতারমন বলেন, "এই স্কিমের মাধ্যমে সর্বোচ্চ ১০০ কোটি পর্যন্ত ঋণ নেওয়া যাবে। ৭.৯৫ শতাংশ প্রতি বছর সুদের হারে এই টাকা ঋণ হিসেবে নেওয়া যাবে। সেই ঋণের গ্যারান্টার হবে কেন্দ্রীয় সরকার। গ্যারান্টি ছাড়া এই ধরনের ঋণের ক্ষেত্রে ৯ থেকে ১০ শতাংশ সুদ গুনতে হত।"
কী কী ঘোষণা করেছেন অর্থমন্ত্রী?
-
এমারজেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমের মূলধনের পরিমাণ ১.৫ লক্ষ কোটি টাকা বৃদ্ধি করা হল।
-
৮টি ত্রাণ প্যাকেজের ঘোষণা করেন অর্থমন্ত্রী।
-
২৫ লক্ষ ক্ষুদ্র ঋণগ্রহীতাদের জন্য স্বল্পসুদে ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।
-
অনুন্নত এলাকার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে ৫০ হাজার কোটি টাকা ঋণের ব্যবস্থা। সুদের হার ৭.৯৫ শতাংশ।
-
আত্মনির্ভর ভারত রোজগার যোজনার মেয়াদ ৩০ জুন, ২০২১ থেকে বাড়িয়ে ৩১ মার্চ, ২০২২ করা হল।
-
কোভিড প্রভাবিত সেক্টরগুলি পাবে ১.১ লক্ষ কোটি টাকার লোন গ্যারান্টি স্কিম।
-
অন্যান্য ক্ষেত্রের জন্য ৬০ হাজার কোটির ঋণের ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে সুদের হার ৮.২৫ শতাংশ।
এছাড়াও, করোনা পরিস্থিতিতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে পর্যটন ক্ষেত্র। কিন্তু ধীরে ধীরে কমছে দ্বিতীয় ওয়েভের প্রভাব। ফলে শীঘ্রই আবার টুরিস্ট ভিসা (Tourist Visa) ইস্যু করা শুরু হবে। আর তাই নিয়েই বড়সড় চমক দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, "আন্তর্জাতিক যাতায়াত আবার শুরু হওয়ার পর যে প্রথম ৫ লক্ষ বিদেশি পর্যটক ভারতে আসার আবেদন করবেন, তাঁদের কোনও ভিসার ফি (Tourist Visa No Charge) দিতে হবে না।" ফলত,
-
আন্তর্জাতিক যাতায়াত শুরুর পর ভারতের ভিসার জন্য আবেদনকারী প্রথম ৫ লক্ষ বিদেশি পর্যটককে ফি দিতে হবে না।
-
এছাড়াও টুরিস্ট গাইডরা ১ লক্ষ টাকা পর্যন্ত স্বল্প সুদে ঋণ পাবেন।
-
ট্রাভেল এজেন্সিগুলিকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।