বসন্তের আগেই থামল কোকিল কণ্ঠ। ভারতরত্ন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) প্রয়াত। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই শোকের ছায়া। প্রধানমন্ত্রী থেকে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সহ অন্যান্য মহলের রথী মহারথীদের টুইট যেন আজ থামছে না। ভাষা হারিয়েছে শোক প্রকাশের বার্তাও। প্রায় এক মাস ধরে চলা লড়াইয়ের পর, আজ সকাল ৮:১২ মিনিটে প্রয়াত হন লতা মঙ্গেশকর।
বেলা সাড়ে ১২টা নাগাদ লতা মঙ্গেশকরের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে তাঁর প্রভুকুঞ্জের বাসভবনে। বর্তমানে তাঁর দেহ শিবাজি পার্কে নিয়ে আসা হয়েছে। আজ সন্ধে সাড়ে ৬টায় শেষকৃত্য।
সূত্রের খবর, তাঁর শেষকৃত্যে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানাবেন শেষ শ্রদ্ধা। উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন। থাকতে পারেন সোনিয়া গান্ধী। এমনটাই জানিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার ইকবাল সিংহ চাহাল। এমনকি আজ প্রয়াত ভারতরত্ন লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে ভারতীয় ক্রিকেট দল কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামছে।
অন্যদিকে, লতা মঙ্গেশকরের মৃত্যুতে ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করে আগামিকাল অর্থাৎ সোমবার রাজ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এছাড়াও আগামী ১৫ দিন ধরে রাজ্যে বাজানো হবে লতার গান।
এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে রবীন্দ্র সদনে আগামিকাল অর্থাৎ ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী প্রয়াত লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে।