কেন্দ্রে মোদি সরকার আসার পর থেকেই চলছে "ডিজিটাল ইন্ডিয়া" (Digital India) কর্মসূচি। অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে চলার জন্য ধীরে ধীরে গোটা ভারত ডিজিটাল হয়ে উঠছে। এবার ভারতে প্রথম ডিজিটাল মুদ্রা ই রুপি (e rupi) আসতে চলেছে। নগদ অর্থ ছাড়াই প্রদানকারী এবং গ্রাহক মুহুর্তের মধ্যে টাকা লেনদেন করতে পারবেন। জাতীয় পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া তাদের ইউপিআই পরিষেবার সাহায্যে ই রুপি তৈরি করছে। তবে তাদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছে ভারতের অর্থনৈতিক পরিষেবা দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক এবং জাতীয় স্বাস্থ্য সংস্থা। ভারতের জাতীয় পেমেন্ট কর্পোরেশন এই পরিষেবা দেওয়ার জন্য ব্যাঙ্কগুলিকে এর সাথে যুক্ত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)এই ডিজিটাল মুদ্রা ই রুপি সম্বন্ধে বলেছেন, "এটি একটি ভবিষ্যতদর্শী ডিজিটাল অর্থ প্রদানের প্রক্রিয়া। আশা করি ব্যবহারকারীদের এটি অজস্র সুবিধা দেবে।"
ই রুপি আসলে এক ধরনের ভাউচার। এই ভাউচারটি কিউআর কোড এসএমএসের মাধ্যমে গ্রাহকের মোবাইলে পৌঁছে দেওয়া যাবে। সহজ ভাষায় বলতে গেলে এটি অনেকটা গিফট ভাউচার এর মত। এই ভাউচার পাঠানোর পর কেউ এটি একবারই ব্যবহার করতে পারবেন। যার নামে ভাউচার, তাঁর বিশদ তথ্য এবং কি জন্য অর্থ প্রদান করা হবে তা জানালে প্রাপকদের মোবাইলে ভাউচার পাঠাবে ব্যাংক। তারপর গ্রাহককে সরাসরি ডিজিটাল মাধ্যমে যুক্ত করবে এই পরিষেবা। এই প্রক্রিয়ায় কোনো মধ্যস্থতাকারী থাকবে না এবং অর্থ ও লেনদেন সংক্রান্ত তথ্য চুরি হওয়ার আশঙ্কা থাকবে না। এরজন্য কার্ড, পেমেন্ট অ্যাপ বা নেটব্যাঙ্কিং এর প্রয়োজন নেই। গ্রাহক যেখান থেকে পরিষেবা নিচ্ছেন বা কিছু কিনছেন সেখানে সরাসরি এই ভাউচারের বিনিময়ে ক্রয় করতে পারবেন। এই প্রক্রিয়ার মাধ্যমে ক্রেতা বা গ্রাহক লেনদেন সম্পূর্ণ হয়েছে বলে নিশ্চিত করলেই তবে বিক্রেতা এই ভাউচারের অর্থ পাবেন।
বিভিন্ন ব্যক্তিভিত্তিক সরকারি প্রকল্প এবং পরিষেবার জন্য যে অর্থ দিতে হয় তা এবার দেওয়া যেতে পারে এই ই রুপির মাধ্যমে। এছাড়াও সাধারণ লেনদেন ছাড়া বিভিন্ন সরকারি প্রকল্প প্রদানের জন্য ই রুপির ব্যবহার হতে পারে। বেসরকারি ক্ষেত্রে এই ডিজিটাল ভাউচারের মাধ্যমে কর্মীদের কল্যাণমূলক কাজ করতে পারবে ওই সংস্থা।