বেঙ্গালুরুর একটি স্বেচ্ছাসেবী সংস্থা পাবলিক অ্যাফেয়ার্স সেন্টারের সমীক্ষা অনুযায়ী শাসন ব্যবস্থার দিক থেকে দেশের মধ্যে সবচেয়ে সেরা রাজ্যে কেরল। এবং এই তালিকার সবচেয়ে শেষে নাম রয়েছে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ। এই সংস্থার নেতৃত্বে রয়েছেন প্রাক্তন ইসরো প্রধান কে কস্তুরিরঙ্গন। এই সমীক্ষাটি মূলত রাজ্যের মানুষের জীবনধারণ এবং তাদের নিরাপত্তা, উন্নয়ন পরিকল্পনা ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করেই এই করা হয়েছে।
কেরালার পর দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ, চতুর্থ স্থানে কর্ণাটক। শেষদিক থেকে তিনটি রাজ্য উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা। অন্যদিকে ছোট রাজ্যগুলির মধ্যে বিজেপি শাসিত রাজ্যে গোয়া, মেঘালয়, হিমাচল প্রদেশ রয়েছে তালিকার ওপর দিকে। এছাড়াও দিল্লিও এই সমীক্ষায় অনেক নীচের দিকে। ছোট রাজ্যগুলির মধ্যে সবচেয়ে নীচে বিজেপি শাসিত মণিপুর। উত্তরাখন্ডের স্থান শেষের দিক থেকে তৃতীয়।