জম্মু-কাশ্মীরে (J&K) সীমান্তরক্ষী বাহিনীর (BSF) গুলিতে খতম তিন পাকিস্তানী অনুপ্রবেশকারী। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ মাদক। জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টর (Samba Sector) দিয়ে বেআইনিভাবে ভারতে ঢোকার চেষ্টা করেছিল। প্রাথমিক ভাবে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়, কিন্তু তারা দৌড় দেয় বলে সূত্রের খবর। তখনই সীমান্তরক্ষী বাহিনী গুলি চালায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর।
সূত্রের খবর, তিন অনুপ্রবেশকারীর কাছ থেকে অন্তত ৩৬ প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮০ কোটি টাকা। বিএসএফ সূত্রে খবর, রবিবার খুব ভোরে তিন সন্দেহভাজন পাকিস্তানী অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করে। আন্তর্জাতিক সীমান্ত জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টর দিয়ে এই মাদক পাচারের চক্রান্ত করেছিল। যদিও সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় তাদের প্রচেষ্টা সফল হয়নি। তাদের কাছ থেকে ৩৬ প্যাকেট হেরোইন উদ্ধার হয়েছে। গোটা এলাকায় তল্লাশি শুরু হয়েছে। আরও মাদক লুকিয়ে রাখা হতে পারে বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি পাঞ্জাবের গুরদাসপুর জেলায় পাকিস্তানী অনুপ্রবেশকারীরা মাদক পাচারের চেষ্টা করে। বিএসএফের সঙ্গে অনুপ্রবেশকারীদের সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় একজন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান আহত হয়েছিলেন বলে খবর। তাদের কাছ থেকে ৪৭ কিলো হেরোইন, দু'টি পিস্তল, আরও কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। এরপর থেকেই আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। আর তার প্রেক্ষিতেই এই ঘটনা বলে সূত্রের খবর।