জ্বালানীর চড়া দামে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। তবে সেই কষ্টের উপশমে এবার মাঠে নামল ঝাড়খণ্ড সরকার। ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemanta Soren) ঘোষণা করলেন, এবার থেকে মধ্যবিত্তের জন্য প্রতি লিটার পেট্রোলে (petrol) ২৫ টাকা করে মিলবে ছাড়। ২০২২ সালের ২৬ জানুয়ারি থেকে শুরু করা হবে এই পরিষেবা।
তবে পেট্রোলে ছাড় দেওয়ার সর্বোচ্চ সীমাও উল্লেখ করে দিয়েছেন হেমন্ত সোরেন। জানিয়েছেন প্রতি মাসে সর্বোচ্চ ১০ লিটার পেট্রোলের উপরে মিলবে এই ছাড়। অর্থাৎ প্রতি মাসে ২৫০ টাকা পর্যন্ত মকুব করা হবে পেট্রোলের দাম।
পাশাপাশি মুখ্যমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে, কেবলমাত্র দু’চাকার (বাইক এবং স্কুটার) মালিকরাই পাবেন এই সুবিধা। তাছাড়াও এই সুবিধা পেতে গেলে গ্রাহকদের কাছে অবশ্যই থাকতে হবে রেশন কার্ড (ration card)। গাড়িতে তেল ভরার পর যে টাকা ছাড় পাওয়া যাবে তা সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
উল্লেখ্য, বুধবারে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে (Ranchi) লিটারপ্রতি পেট্রোলের দাম ছিল ৯৮ টাকা ৫২ পয়সা। বর্তমানে সে রাজ্যে পেট্রোলের উপর ২২ শতাংশ ভ্যাট (VAT) নেয় রাজ্য সরকার। তবে এমাসের শুরুর দিকে সেই ভ্যাট কমিয়ে ১৭ শতাংশ করার আর্জি জানিয়েছিল ঝাড়খণ্ড পেট্রোলিয়াম ডিলারস অ্যাসোসিয়েশন (JPDA)। যদিও সে আর্জি খারিজ করে দেয় রাজ্য সরকার। তারপরেই হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
এদিকে সরকারের সিদ্ধান্তে যথেষ্ট অবাক রাজ্যের পেট্রোলিয়াম ডিলাররাও। তাঁরা জানিয়েছেন, রাজ্য সরকার পেট্রোলের উপর ২২ শতাংশ ভ্যাট কর নেয়। যার মুল্য প্রতি লিটারে ১৬.১০ টাকা। তার সাথে ১ টাকা সেস খাতে নেওয়া হয়। তবে এর মাঝে আচমকা ২৫ টাকা ছাড় ঘোষণা করে দিলে বাকি টাকা কোথা থেকে কমাবে সরকার? যদিও প্রশ্নের উত্তরে নীরব রাজ্যের অর্থমন্ত্রী রামেশ্বর ওঁরাও।