করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর এবার শীঘ্রই জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) বিধানসভা নির্বাচন (Assembly Election) আয়োজিত হতে চলেছে। এমনটাই জানা যাচ্ছে উপত্যকা রাজনৈতিক মহল তরফে। কিছুদিন আগেই নির্বাচন কমিশন কাশ্মীরের জেলা উন্নয়ন পর্ষদের সফল নির্বাচন আয়োজন করেছিল। সেই নির্বাচনে নিরাপত্তারক্ষীদের অভেদ্য প্রহরায় এক ফোঁটাও রক্ত ঝরেনি উপত্যকায়। এমনকি বিজেপি এবং বিরোধী দুই শিবির কার্যত সন্তুষ্টজনক ফল করায় কোন বিবাদ হয়নি কারোর মধ্যেই। জম্বু ও কাশ্মীর জেলা উন্নয়ন পর্ষদের নির্বাচনে ফারুক আব্দুল্লাহ নেতৃত্বাধীন গুপকর জোট (Gupkar Alliance) ১০০ এর বেশি আসন পেয়েছিল। অন্যদিকে একক বৃহত্তম দল হিসেবে ৭৪ আসন পেয়েছিল গেরুয়া শিবির। এরপর বিধানসভা নির্বাচনে দুই শিবির জয়ের ব্যাপারে আশাবাদী রয়েছে।
জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন কবে হবে তা নিয়ে কেন্দ্র সরকার এখনও সরকারিভাবে কিছু না জানালেও সূত্র জানায় গিয়েছে যে শীঘ্রই নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলের সাথে কথা বলবে কেন্দ্র। এছাড়া সম্প্রতি কাশ্মীরের যে প্রচুর পরিমাণে সেনা মোতায়েন হচ্ছে। তার থেকে আশা করা যায় যে হয়তো খুব শীঘ্রই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হতে চলেছে। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী কিষান রেড্ডি জানিয়েছেন, "এখন জম্মু ও কাশ্মীরে আগের তুলনায় অনেক শান্তির পরিবেশ তৈরি হয়েছে। গত দুই বছরে সরকার উল্লেখযোগ্যভাবে জঙ্গিবাদ এবং বেআইনি প্রবেশ রোধ করেছে।"