এই নিয়ে কাশ্মীরে এবছর প্রায় নব্বইটির বেশী অভিযান চালিয়ে ৩১ জন পাক সেনা সহ দুশোর বেশী জঙ্গি দমন করেছে ভারতীয় সেনাবাহিনী। পুঞ্চ সীমান্তে পাক সেনার গোলাবর্ষণের প্রায় দু সপ্তাহের মধ্যেই এবার জইশের কমান্ডার সহ জঙ্গি অনুপ্রবেশে অশান্ত হল বারমুলা।
বারমুলার ওয়ানিগম পেন গ্রামে জঙ্গিদের আত্মগোপনের খবর পেয়েই ভারতীয় সেনাবাহিনীর রাইফেলস ও জম্মু কাশ্মীরের পুলিশ ঘেরাও করে ব্যাপক তল্লাশি চালায়। বাড়ি বাড়ি তল্লাশি চালাতে গিয়ে আচমকাই বিকেলের দিকে তদন্তকারীদের লক্ষ করে গুলি ছোঁড়া শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা। ভারতীয় জওয়ানরাও পাল্টা গুলি চালায় ও দীর্ঘমেয়াদি গুলির লড়াইয়ে দুই জঙ্গি সহ এক জইশ কমান্ডার খতম হয়। স্থানীয় সূত্রে খবর মৃতদের জঙ্গিদের মধ্যে একজন পাকিস্তানি ও আরেকজন কাশ্মীরের সোপোরের অধিবাসী। পুলিশ অবশ্য মৃতদের পরিচয় প্রকাশ্যে আনেনি।