লকডাউনের কারণে সারাদেশে বিমান পরিসেবা বন্ধ হয় মার্চ মাসে। গত ২৫ মে থেকে দেশে আবার চালু হয়েছে বিমান পরিসেবা। স্বাভাবিক ভাবেই তাতে যোগ হয়েছে একগুচ্ছ নতুন নিয়ম। আর তারমধ্যে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে ওয়েব চেক ইন বিষয়ে।
কেবলমাত্র ওয়েব চেক ইন করা ব্যক্তিরাই বিমান বন্দরের টার্মিনালে ঢুকতে পারবেন বলে জানানো হয়েছিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের পক্ষে। চেক ইন করা থাকলে তবেই পাওয়া যাচ্ছে বোর্ডিং পাস।
শনিবার অর্থাৎ ১৭ অক্টোবর থেকে চেক ইনের জন্য বাড়তি ১০০ টাকা পরিসেবা ফি নিতে আরম্ভ করলো বিমান সংস্থা ইন্ডিগো। সংস্থার পক্ষে একটি বিবৃতি দিয়ে এটি ঘোষণা করা হয়। একইসাথে সংস্থার মোবাইল অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে সমস্ত যাত্রীদের ওয়েব চেক ইন করার পরামর্শ দেওয়া হয়েছে ওই বিবৃতিতে।