বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে ও দেশের দীর্ঘ লকডাউনজনিত কারনে ভারতের অর্থনৈতিক মন্দা বেশ ভালোই লক্ষনীয় ছিল। তবে আনলক পর্বে ধীরে ধীরে অনেকটাই অবস্থান্তর হয়েছে। করোনার নয়া স্ট্রেন ভারতে প্রবেশ করায় উদ্বেগ এখনো কাটেনি। এরই মধ্যে আশার বাণী শোনালেন নীতি আয়োগ ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। ২০২২ এর মার্চ মাসের মধ্যে করোনা পূর্ব অবস্থায় যাবে ভারতীয় অর্থনীতি, এমনটাই আশ্বাস দিলেন তিঁনি।
জিডিপির ঋনাত্মক বৃদ্ধি '২০-'২১ অর্থবর্ষে ২৩.৯ শতাংশে পৌঁছালেও তৃতীয় ও চতুর্থ ত্রৈমাসিকের মধ্যে ধনাত্মকে পৌঁছাতে পারবে বলে আশা দিল নীতি আয়োগ। রাজীব কুমারের মতে বিভিন্ন সমীক্ষাকারী সংস্থাও আশাবাদী পূর্বাভাস দিয়েছে। আরও বলেন করোনাকালে প্রধানমন্ত্রীর ঘোষিত কুড়ি লক্ষ কোটি টাকার আর্থিক সহায়তা ও নির্মলা সীতারামনের সাহায্য প্যাকেজ ঘোষণা অনেকটাই সহায়ক হয়েছে। তাই করোনাপূর্ব পরিস্থিতির যে আর্থিক বৃদ্ধির হার ৭ এর কাছাকাছি ছিল তা আগামী বছরের মার্চে ১০ এর ওপরেও পৌঁছাতে পারবে বলে আস্থা রেখেছেন তিনি।