এবারে ভারত সরকারের রেল দপ্তরে তরফ থেকে আরো বড় একটি পদক্ষেপ গ্রহণ করা হলো ভারতের রেল ব্যবস্থার জন্য। মঙ্গলবার ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানালেন, ভারত সরকারের তরফ থেকে প্রায় ১৮০ টি থিম নির্ভর ভারত গৌরব ট্রেন চালু করা হবে, যা ভারতের পর্যটন ক্ষেত্রের জন্য বিশেষ একটি বড় পদক্ষেপ হতে চলেছে। তিনি আরো জানালেন, বেসরকারি সংস্থার পাশাপাশি আইআরসিটিসি এই ভারত গৌরব ট্রেন চালাতে পারে।
অশ্বিনী বৈষ্ণব আরও জানালেন, 'এই ট্রেনগুলি রোজকার ট্রেন হবে না, এবং এর কোন টাইম টেবিল তেমনভাবে থাকবে না। এরকম থিম নির্ভর ট্রেনের জন্য ৩,০৩৩ টি কোচ বেছে নেওয়া হয়েছে। যাত্রীবাহী এবং পণ্যবাহী ট্রেনের পর ভারত গৌরব ট্রেন চালানো শুরু করা হবে। ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরতে চলেছে এই সব ট্রেন। এই ট্রেন চালানোর জন্য ইতিমধ্যেই আবেদন চেয়ে পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভারত গৌরব ট্রেনের প্রস্তাব দিয়েছেন। এই থিম নির্ভর ট্রেনের ফলে মানুষ দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের বিষয় ভালোভাবে বুঝতে পারবেন এবং তা নিয়ে আরো প্রশংসা করবেন।
অন্যদিকে রেলমন্ত্রী আরও জানিয়েছেন, বিভিন্ন ট্যুর অপারেটর আলাদা আলাদা ভাবে এই ট্রেনের ভাড়া নির্ধারণ করবে, তবে এই ধরনের ট্রেনের কোন অস্বাভাবিক ভাড়া থাকবে না। ট্রেনের ভাড়া যেন ঠিকঠাক থাকে তা ভারতীয় রেলওয়ের তরফ থেকে প্রথমে যাচাই করে নেওয়া হবে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই উড়িষ্যা, রাজস্থান, কর্ণাটক এবং তামিলনাড়ু এই ধরনের ট্রেন চালানোর প্রস্তাব গ্রহণ করেছে। এমনিতেই রামায়ণ এক্সপ্রেস চালু করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। তার মধ্যেই আবার নতুন রেল পরিষেবা চালু করতে চলেছে ভারত। এখন এটাই দেখার, বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ভারতীয় রেলওয়ে কিরকমভাবে এই ভারত গৌরব ট্রেন পরিষেবা চালাতে পারে।