এতদিন বিভিন্ন রেল স্টেশনে বিনামূল্যেই মিলত ওয়াইফাই পরিষেবা (Free Wi-Fi Service)। এবার থেকে সেদিন শেষ। প্রথম আধ ঘন্টা সেই সুযোগ মিললেও পরের সময় থেকে গুনতে হবে মোটা অঙ্কের টাকা। এতদিন দেশের প্রায় ৬০৭১ টি রেল স্টেশনে মিলত এই সুযোগ। যাদের মধ্যে এ রাজ্যের গুরুত্বপূর্ণ দু'টি রেল স্টেশন হাওড়া ও শিয়ালদহতেও মিলত এই পরিষেবা, তবে এবার সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন সাধারণ যাত্রীরা বলে রেল দফতর সূত্রে খবর।
সূত্রের খবর, এতদিন গুগল (Google) দেশের বিভিন্ন রেল স্টেশনে এই পরিষেবা প্রদান করত। পাঁচ বছরের জন্য রেলের সঙ্গে গুগলের এই চুক্তি হয়েছিল। তবে বছর দুয়েক আগেই সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন করে পুনর্নবীকরণ করেনি গুগল। এরফলেই রেল দফতর এই দায়িত্ব ভার গ্রহণ করে। আর নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে আর বিনামূল্যে মিলবে না এই পরিষেবা। রেল দফতর সূত্রের খবর, প্রথম আধ ঘণ্টা বিনামূল্যে এই পরিষেবা মিললেও তারপর থেকেই বড় অঙ্কের টাকা গুনতে হবে।
রেল দফতর সূত্রে খবর, প্রথম আধ ঘণ্টা ফ্রি পরিষেবার পরেই বিভিন্ন ডেটা প্যাক থাকবে। এরপর ১০, ১৫, ২০, ৩০, ৪০, ৫০, ৭৫ টাকার ডেটা প্যাক ব্যবহার করতে হবে। এই ডেটা প্যাক ব্যবহার করে সাধারণ যাত্রী টিকিট বুকিং, আসন সংরক্ষণ, ট্রেনের সময় দেখা প্রভৃতি নানা কাজে ব্যবহার করা যাবে। তবে দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনে ওয়াইফাই ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছিল, কিন্তু বিপুল খরচের ধাক্কা সামলাতে না পেরে এই পরিষেবা চালুই করা যায়নি। তবে রেল স্টেশন গুলিতে অতি শীঘ্রই এই পরিষেবা মিলবে বলে সূত্রের খবর।