এবার একধাক্কায় অনেকটা বাড়লো রেলের প্ল্যাটফর্ম টিকিটের মূল্য। রেল মন্ত্রণালয় থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, রেলের রুট বিশেষে কোথাও তিনগুন আবার কোথাও সরাসরি পাঁচগুণ পর্যন্ত বাড়ানো হয়েছে প্ল্যাটফর্ম মূল্য। ফলে স্বভাবতই ১০ টাকার টিকিট মূল্য বেড়ে কোথাও হয়েছে ৩০ টাকা আবার কোথাও ৫০ টাকা।
কেন এই আচমকা এতটা বৃদ্ধি? স্পষ্ট জানানো হয়েছে করোনাকালে প্লাটফর্মে অত্যধিক ভিড় নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত, তবে এটি পাকাপাকিভাবে নয়, অস্থায়ী সিদ্ধান্ত। এর আগেও খুব প্রয়োজন ছাড়া যাত্রীরা যাতে রেলপথ ব্যবহার না করেন, সেই লক্ষ্যে স্বল্প দূরত্বের স্টেশনের মাঝে ভাড়া বাড়ানো হয়েছিল, তবে এবার একধাক্কায় এতটা বৃদ্ধি যাত্রীদের অস্বস্তির কারণ। চলতি বছরের পয়লা তারিখ থেকে সাধারণ নন এসিতে ১পয়সা/কিমি, মেল-এক্সপ্রেস নন এসিতে ২পমসা/কিমি, এসিতে ৪পয়সা/কিমি ভাড়া বাড়ানো হয়। তবে সুখবর, লোকাল ট্রেনের ভাড়া অপরিবর্তিত আছে।