আগস্ট মাসে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের (UN Security Council) সভাপতির দায়িত্ব পেয়েছে ভারত। আগামী ২ আগস্ট থেকে এই দায়িত্ব পালন শুরু করার আগে শুক্রবারই সেই হিসেব বুঝে নিয়েছে ভারত। এই পরিষদীয় বৈঠকের সভাপতিত্ব করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের এই প্রথম কোনো প্রধানমন্ত্রী এমন দায়িত্ব পালন করবেন। আজ অর্থাৎ রবিবার রাষ্ট্রসংঘে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত আকবরুদ্দিন একথা জানিয়েছেন। এই প্রসঙ্গে ভারতের রাষ্ট্রদূত টিএস তিরুমূর্তি জানিয়েছেন, "ভারতকে ফ্রান্স যেভাবে সমর্থন জানিয়েছে সেজন্য ভারতের তরফে ফ্রান্সকে ধন্যবাদ জানানো হচ্ছে।" এবার আগস্ট মাসে ভারতের কি পদক্ষেপ হবে সেটা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার সভাপতির দায়িত্ব পাওয়ার পর জানিয়ে দেওয়া হয়েছে সমুদ্রপথে সুরক্ষা, শান্তি বজায় রাখা, সন্ত্রাসবাদ বিরোধিতা ইস্যু নিয়ে সরব হবে ভারত। নিরপত্তা পরিষদ থেকে ভিডিও বার্তায় তিরুমূর্তি জানিয়েছেন, "আগস্টে ভারতের সভাপতিত্বের সময়কালে তিনটি উচ্চস্তরের বৈঠকের আয়োজন করা হবে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে শক্তিশালী করার বিষয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ নেবে ভারত।" ভারত সভাপতি হওয়ায় উচ্ছসিত ভারত। ভারতের সাথে একসাথে কাজ করবে ফ্রান্স বলে জানা গিয়েছে।