আবার কাশ্মীরে লুকিয়ে থেকে ছক কষা হচ্ছিল সন্ত্রাসের যা হাতেনাতে ধরে ফেলে ভারতীয় জওয়ানরা। লস্কর-ঈ-তৈবার জঙ্গিগোষ্ঠীর সদস্যদের কাশ্মীরের সোপিয়ান জেলার বাদিগাম এলাকায় লুকিয়ে থাকার হদিশ পেয়ে গোপনে চারদিক থেকে ঘেরাও করে ভারতীয় সেনাবাহিনী। চলে গুলির লড়াই। খতম হয় তিন জঙ্গি। সন্ত্রাস দমনে আবারও বড় সাফল্য পেল ভারতীয় সেনাদল। এই নিহত দুষ্কৃতীদের প্রত্যেকেই পাকিস্তানের মদতে লস্করের দলে নাম লেখানো জঙ্গি।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই সোপিয়ানের বাদিগাম এলাকায় জঙ্গিরা লুকিয়ে থাকার খবর পায় গোয়েন্দা বিভাগের ইন্টেলিজেন্স ইনপুট মারফত। আবার কোনো নতুন সন্ত্রাসের ছক কষছিল তারা, আশঙ্কা সেরমই। অতি দ্রুততা ও সতর্কতার সাথে চারপাশ থেকে ঘিরে ফেলা হয় তাদের ডেরা। দীর্ঘক্ষণ গোলাগুলির লড়াইয়ে সাফল্য পায় ভারতীয় সেনা। কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমারের মতে ওই ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র ও তিনজন জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই সাফল্যে খুশি হলেও বারংবার আক্রমণে আরও সজাগ থাকছেন সীমান্তরক্ষীরা।