গত বছরে করোনা ভাইরাস প্যানডেমিকের জন্য প্রায় ৬ মাস লকডাউন ছিল ভারত তথা গোটা বিশ্বে। গোটা বিশ্বের মানুষ করোনার প্রকোপে অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে চলতি বছরের শুরুতে অনেকটাই প্রভাব কমেছিল করোনার। তবে মার্চ মাসের শেষ থেকে ফের পাল্লা দিয়ে দেশজুড়ে করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে। এপ্রিল মাসের প্রথমদিকে দেশজুড়ে দৈনিক করণা সংক্রমণ ১ লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে এবার সমস্ত রেকর্ড ভেঙ্গে দিল গতকালের করোনার সংক্রমণ গ্রাফ। জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশজুড়ে ১ লাখ ৬৮ হাজার ৯১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। আপনি জানলে অবাক হবেন যে এত সংখ্যক করোনা আক্রান্ত এই প্রথমবার হল ভারতে।
জানা গিয়েছে, ভারতের গতকালের পরিসংখ্যান অনুযায়ী ভারত দ্বিতীয় স্থানে উঠে এসেছে সবচেয়ে বেশি করোনা সংক্রমনের দেশের তালিকায়। ব্রাজিলকে পিছনে ফেলে ভারত দ্বিতীয় স্থানে উঠে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী, গতকাল ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৯০৪ জনের। বর্তমানে দেশে মোট করোনা পজিটিভ কেসের সংখ্যা ১ কোটি ৩৫ লাখের কাছাকাছি। প্রসঙ্গত, গত বছর থেকে এখন অব্দি করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৭০ হাজার ২০৯ জনের।