করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ের সময় ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থার দক্ষতার সঙ্গে সংকটের মোকাবিলা হয়েছে। বৃহস্পতিবার একটি বক্তৃতায় এমনটাই মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার পিএম কেয়ার্সের টাকায় ৩৫ টি নতুন প্রেসার সুইং অক্সিজেন প্লান্ট এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে ১৩ বছর এবং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ৭ বছর, সর্বমোট প্রশাসক হিসেবে আজকেই ২০ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজকের অনুষ্ঠানে করোনাকালে করোনাভাইরাস যোদ্ধা এবং স্বাস্থ্যকর্মীদের অধ্যাবসায়কে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। তিনি বললেন, 'করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে প্রতিবন্ধকতা আমাদের স্বাস্থ্য কর্মীদের অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রমের ফলে পার করেছি আমরা। তাদের উদ্যোগে চাহিদার তুলনায় ১০ গুণ বেশি অক্সিজেন উৎপাদন সম্ভব হয়েছে। বর্তমানে করোনাভাইরাস এর সঙ্গে যুদ্ধে ভারত পুরো বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। আমাদের একতা, আমাদের কঠোর পরিশ্রম এবং আমাদের অধ্যাবসায়ের ফলে এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছে ভারত।"
উত্তরাখণ্ড ঋষিকেশ এইমসের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই প্রেসার সুইং অক্সিজেন প্লান্ট দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে তৈরি করা হবে। পাশাপাশি তিনি আশ্বাস দেন এই প্ল্যান্ট থেকে দেশের প্রত্যেক জেলায় অক্সিজেন পরিবহন সম্ভব হবে। প্রধানমন্ত্রী মোদী আরো বললেন, "একটা সময় আমাদের কাছে শুধুমাত্র একটি টেস্টিং ল্যাব ছিল। কিন্তু এখন আমরা প্রচুর পরিমাণ টেস্টিং ল্যাব তৈরি করেছি। করোনাভাইরাস এর বিরুদ্ধে আমরা সঠিক প্রতিরোধ গঠন করতে সক্ষম হয়েছি। বর্তমানে আমরা বিশ্বের সবথেকে বড় ভ্যাকসিন প্রোভাইডার দেশ। যে দেশে একটা সময় শুধুমাত্র একটি টেস্টিং ল্যাবরেটরি ছিল, সেই দেশ এখন বিশ্বের সবথেকে বড় করোনা ভাইরাস ভ্যাকসিন নির্মাতা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্ত কিছু হয়েছে আমাদের দেশের মানুষের জন্য। আমাদের একতা আমাদেরকে সমস্ত সমস্যার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা দিয়েছে।"
অন্যদিকে আবার পরপর দু'দিন করোনাভাইরাস এর দৈনিক সংক্রমণ ২০,০০০ এর নিচে থাকলেও, বৃহস্পতিবার এক ধাক্কায় ২২,০০০ এর গণ্ডি অতিক্রম করে গিয়েছে আক্রান্তের সংখ্যা। সারা দেশজুড়ে বর্তমানে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। কিন্তু তার মধ্যেই করোনাভাইরাস এর এই নতুন পরিসংখ্যান সকলের মাথায় চিন্তার ভাঁজ বাড়াচ্ছে। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে এই উৎসবের মরসুমের জন্য আরো বেশি বিধি নিষেধ আরোপ করা শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪৩১ জন। একই সঙ্গে বেশ কিছুদিন পরে দেশের দৈনিক করোনাভাইরাস এর মৃত্যুর সংখ্যা ৩০০ পার। ফলে রীতিমতো চিন্তায় অনেকেই।