বিদেশের সংবাদমাধ্যম হোক কিংবা রাজ্যের রাজনৈতিক মহল, সবেতেই করোনার বাড়বাড়ন্ত এবং টিকাকরণ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আঙুল উঠেছে বারংবার। এবার সেই পথেই প্রখ্যাত চিকিৎসক ডাঃ দেবী শেঠিও (Devi Shetty)। টিকাকরণ নিয়ে এবার মোদী সরকারকে কাঠগোড়ায় তুললেন তিনি। স্পষ্ট বললেন, 'ভারতের অবশিষ্ট সকলকে টিকা দিতে খরচ হতে পারে কমবেশি ৭০ হাজার কোটি টাকা। ভারত সরকার চাইলেই আগামী ২-৩ মাসে তা মিটিয়ে ফেলতে পারে। ভারতের মতো বড় দেশের জন্য ৭০ হাজার কোটি টাকাটা এমন কিছু ব্যাপার নয়।'
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমাদের মেনে নিতে হবে ভারত অনেক বড় একটা দেশ, এর জনসংখ্যাও প্রচুর। কিন্তু সেই মতোন আমাদের হাতে সবরকম ব্যবস্থাও রয়েছে। ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেককে আমাদের টিকা দিতে হবে। দেশের ১৩ কোটি মানুষ ইতিমধ্যেই টিকার দুটি করে ডোজ পেয়ে গিয়েছেন। ১৮ বছরের নিচে কাউকে টিকা দেওয়ার স্বীকৃতি এখনও দেওয়া হয়নি। সব হিসেব করলে আমাদের আর ৫১ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে হবে। সেটা করতে খরচ হবে মাত্র ৭০ হাজার টাকা। ভারতের মতো দেশের জন্য ৭০ হাজার কোটি টাকা কিছুই না। আমাদের দেশের জিডিপি ২০০ লক্ষ কোটি টাকার। যে কোনও সংস্থাকে আগাম ১০ হাজার কোটি দিলে, আমরা দামদর করে ভাল চুক্তিও পেতে পারি। এবং আগামী ২-৩ মাসে অনায়াসে আমরা এই ৫১ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পারি। যা কিনা একেবারেই কঠিন কাজ নয়।"