চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রভাব অনেকটা কমলেও ফের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে করোনার মিউট্যান্ট স্ট্রেন ভয়ংকরভাবে সংক্রামিত হতে শুরু করেছে। ইতিমধ্যেই গোটা দেশজুড়ে প্রায় প্রতিদিন ৩ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। বিভিন্ন রাজ্যে সংক্রমণ ঠেকানোর জন্য আংশিক লকডাউন বা নাইট কার্ফু বা ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে করোনার এই দ্বিতীয় ঢেউতে ভেঙে পড়তে পারে ভারতীয় অর্থনীতি। এমনটাই জানাচ্ছে "নমুরা" প্রকাশিত একটি অর্থনীতি বিশেষজ্ঞদের রিপোর্ট। আসলে কেন্দ্র সরকার এখনও সম্পূর্ণ লকডাউনের পথে না হাঁটলেও বিভিন্ন রাজ্য যেমন দিল্লী, মুম্বাই ইত্যাদি জায়গায় করোনা পরিস্থিতি ভয়ঙ্কর হওয়ায় তারা নিজে থেকে লকডাউন করে দিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সাল থেকে ২০১৯ সাল অব্দি দারিদ্রতার সাথে মোকাবিলা করে অনেকটাই জয়লাভ করেছিল ভারত। তবে ২০২০ সালের প্রথম দিকে করোনা ভাইরাস প্যানডেমিকের কারণে গোটা দেশে সম্পূর্ণ লকডাউন হয়ে যায়। আর তাতেই এক ধাক্কায় ভারতীয় অর্থনীতি মুখ থুবড়ে পড়ে। ভারতে প্রথম ঢেউয়ের ধাক্কায় দারিদ্রতা দ্বিগুণ হয়ে যায় এবং জিডিপি অনেক নেমে যায়। এছাড়াও বহু ভারতবাসী তাদের কাজ হারায়। এই ভয়াবহ পরিস্থিতিতে আবার দ্বিতীয়বারের জন্য লকডাউন হলে ভারতীয় অর্থনীতি ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এই দ্বিতীয় দাপটে ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোটখাটো ব্যবসায়ীরা। মে মাসের শেষ অব্দি এই পরিস্থিতি ঠিক না হলে ভারতীয় অর্থনীতিতে সুদূর প্রসারী প্রভাব ফেলবে।