স্থগিত হয়ে গেল আইসিএসই (ICSE) দশম এবং আইএসসি (ISC) দ্বাদশের প্রথম সেমেস্টারের পরীক্ষা। মঙ্গলবার এক বিবৃতি মারফত এই ঘোষণা করেন কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ গেরি অ্যারাথুন। ফের কবে এই পরীক্ষা হবে কিংবা কীভাবে হবে সেসব বিষয়ে বোর্ড কিছুই ঘোষণা করেনি।
মঙ্গলবার বোর্ডের তরফে এক বিবৃতি মারফত জানানো হয়েছে, 'পরিস্থিতি হাতের বাইরে থাকার কারণে' ২০২১-২২ সালের আইসিএসই এবং আইএসসির দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত হল। সংশোধিত সূচি যথা সময়ে জানানো হবে। এই নতুন বিজ্ঞপ্তিতে পড়ুয়াদের মধ্যে অসন্তোষ বাড়ল বলছেন ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য, বোর্ডের তরফে আগেই জানানো হয়েছিল আগামী ১৫ নভেম্বর থেকে আইসিএসই দশম ও আইএসসি দ্বাদশের প্রথম সেমেস্টারের পরীক্ষা শুরু হবে। দশমের পরীক্ষা চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। আর দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। দশমের পরীক্ষা সকাল ১১ টা থেকে এবং দ্বাদশের পরীক্ষা দুপুর ২ টো থেকে হওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই স্থগিত হয়ে গেল এই বোর্ডের পরীক্ষা। পড়ুয়াদের কাছে কারণও স্পষ্ট নয়। এমন আচমকা পরীক্ষা স্থগিত হওয়ার কারণে পড়ুয়াদের মধ্যে অসন্তোষ বাড়ল বলছেন ওয়াকিবহাল মহল।