ভারত সহ সারা পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় একটি পরিষেবা হল ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন। ইন্টারনেট ব্যবহারকারীরা এর মাধ্যমে নিজের বর্তমান অবস্থান, ব্যবহৃত ফোন বা কম্পিউটারের আইপি অ্যাড্রেস সহ আরও অনেক ব্যক্তিগত তথ্যই বাইরের দুনিয়ার থেকে গোপন করতে পারেন। আর এবার সেই ভিপিএন বন্ধেরই চিন্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
সারা ভারত জুড়েই ভিপিএনের রমরমা। নিষিদ্ধ ওয়েবসাইটে আনাগোনার কাজে এদেশের একশ্রেণীর মানুষ ব্যবহার করে থাকেন ভিপিএন। তার উপর অতিমারির বাড়বাড়ন্তে বেশিরভাগ সংস্থাই এখন ওয়ার্ক ফ্রম হোমের পথে হেঁটেছে। সেক্ষেত্রে ঘরের অসুরক্ষিত ইন্টারনেট পরিষেবা ব্যবহার করেও কেবলমাত্র ভিপিএনের সহায়তায় অফিশিয়াল সিস্টেম ফাইল সুরক্ষিতভাবে ব্যবহার করে থাকেন অনেক অফিসকর্মী। তাছাড়াও, অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রেও বহুল প্রচলিত এই ভিপিএন পরিষেবা। উল্লেখ্য, সম্প্রতি এক সংস্থার রিপোর্টে প্রকাশ পেয়েছে, পৃথিবীর সমস্ত দেশের মধ্যে ভিপিএন ব্যবহারকারীর সংখ্যায় শীর্ষে ভারত।
তবে এবার সেই ভিপিএন পরিষেবা বন্ধ করতেই উদ্যোগী স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, পরিষেবাটি নিষিদ্ধ করতে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। তাঁদের কথায়, দেশের সাইবার নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। এর মাধ্যমে ভবিষ্যতে বড় কোনও অপরাধ ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।