শীতপ্রধান দেশ ব্রিটেনের করোনা-সংক্রমণের হার দেখে আশঙ্কার কথা শোনা গেল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন-এর গলায়। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া কথোপকথন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন ব্রিটেনের মত শীতপ্রধান দেশে সংক্রমণের প্রকৃতি দেখে অনুমান করা যায়, ভারতেও ২০২০-এর ডিসেম্বর অথবা ২০২১-এর জানুয়ারি থেকে ভয়ঙ্কর আকার নেবে এই ভাইরাস।
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.
প্রথমত, শীতে ভাইরাসের কার্যকাল বৃদ্ধি পায় এবং দ্বিতীয়ত, শীতকালে শ্বাসবাহিত রোগের প্রকোপ বাড়ে যা প্রধানত এই সংক্রমণের প্রাথমিক লক্ষণ। ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৭০ লক্ষ এবং এখনও সংক্রমণ কমার কোন লক্ষণই দেখা যাচ্ছেনা। এই অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশের স্বার্থে মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখা প্রত্যেক নাগরিকের কর্তব্য।