হাওয়ালা মামলায় এবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে (Satyendar Jain) গ্রেপ্তার করল ইডি (ED)। অ্যাটাচ করা হয়েছে মন্ত্রীর ৪.৮১ কোটি টাকার সম্পত্তি। জানা যাচ্ছে, কলকাতার সংস্থার সঙ্গে হাওয়ালায় অর্থ লেনদেন করতেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।
একটি বিবৃতি জারি করে ইডি জানিয়েছে, মন্ত্রীর সম্পত্তি তালিকাভুক্ত করা হয়েছে অর্থপাচার আইন বা মানি লন্ডারিং অ্যাক্টে। শুধু তাঁর নয়, মন্ত্রীর স্ত্রী ও অন্য আত্মীয়দের নামে মোট ৪ কোটি ৮১ লক্ষ টাকার সন্দেহভাজন সম্পত্তির হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।
প্রসঙ্গত, এর আগেও দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে আয়-ব্যয়ের হিসেব বহির্ভূত সম্পত্তির অভিযোগে মামলা দায়ের করেছিল সিবিআই। সে সময় CBI দাবি করেছিল, ভুয়ো সংস্থার নাম ব্যবহার করে দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকায় ৫ বছরে ২০০ বিঘা কৃষি জমি কিনেছিলেন সত্যেন্দ্র জৈন। কোটি কোটি টাকার কালো টাকার লেনদেন করা হয়েছিল সে সময়। আর এই ভুয়ো সংস্থাগুলির নিয়ন্ত্রণ পুরোটাই ছিল সত্যেন্দ্র জৈনের হাতেই।