ভারতের বুকে গতবছরের মে মাস থেকে ত্রাস সৃষ্টি করেছে করোনা (Corona) সংক্রমণ। রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরী। এই নিয়ম পালন করতে গিয়ে গৃহবন্দী প্রায় সকল দেশবাসী। প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় অনেক মানুষ কাজ হারিয়েছেন এবং বন্ধ হয়ে গিয়েছে প্রচুর অফিস। কাজকর্ম ব্যাপক পরিমাণে কমে যাওয়ায় ধাক্কা খেয়েছে দেশের অর্থনীতি। তার ওপর স্বাস্থ্যখাতে খরচ কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় দেশীয় অর্থনীতির ভিত নড়ে গিয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Union Finance Minister)নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) ভার্চুয়াল মাধ্যমে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখান থেকে তিনি বলেছেন, "সরকার দেশের অর্থনীতি ঠিক করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। খুব তাড়াতাড়ি আশা করা যায় অর্থনীতিতে উন্নতি দেখা যাবে।" তিনি উদাহরণ হিসেবে জানিয়েছেন যে কোর সেক্টরে ৮.৯ শতাংশ গ্রোথ দেখা দিয়েছে।
করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউ সুদূরপ্রসারী আঘাত হেনেছে দেশের অর্থনীতির ওপর। এই পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সামান্য ঝুঁকি নিয়ে সকল ব্যবসায়ীকে এগিয়ে এসে দেশীয় অর্থনীতিতে বিনিয়োগ ও ব্যবসা প্রসারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সেইসাথে তিনি বলেছেন, "ভারতীয় ব্যবসা এবং অর্থনীতি সম্পূর্ণ নতুন দিশায় অগ্রসর হচ্ছে। সরকারের সাহায্য নিয়ে সকলে বিনিয়োগ করলে তবেই এই অর্থনীতি আগের অবস্থায় ফিরে আসবে।"