একে তো করোনার আতঙ্ক, তার সাথে অসম ও বিহার দুই রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল। দুই রাজ্যের অধিকাংশ জেলা জলের তলায়, তার সাথে জলমগ্ন প্রায় ৩৫ লক্ষ মানুষ। অসমে মৃতের সংখ্যা ৯৬ জন। ব্রহ্মপুত্র নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ২,৫৪৩ টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। রাজ্য প্রশাসন সূত্রের খবর ১ লক্ষ ২২ হাজার ৫৭৩ একর জমির ফসল নষ্ট হয়েছে। অসমের রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, ডিব্রুগড়, কোকরাঝড়, বরপেটা, বঙ্গাইগাঁও, তিনসুকিয়া জেলায় ২৭ লক্ষ ৮০ হাজার মানুষ বন্যা কবলিত। অসমে ৪৯৬ টি ত্রাণ শিবিরে ৫০ হাজার ১৩৬ জনকে আশ্রয় দেওয়া হয়েছে।
বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে বিহারেও। বিহার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ১০ লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছেন, বিভিন্ন ত্রাণ শিবির খোলা হয়েছে। যেখানে আশ্রয় নিয়েছেন ১২ হাজার ২৩ জন। ত্রাণ ও উদ্ধার কার্যে N.D.R.F ও S.D.R.F কর্মীর দশটি দলকে মোতায়েম করা হয়েছে, দুর্গম স্থানে আটকে পড়া মানুষের উদ্ধারের জন্য বায়ুসেনারও সাহায্য নেওয়া হচ্ছে। বিহারে বন্যার জন্য কমপক্ষে ১০ জনের মৃত্যু ঘটেছে বলে সূত্রের খবর।