করোনা (Corona) সংকটে জর্জরিত গোটা দেশ। প্রত্যেকটি রাজ্যে সংক্রমণ হার পাল্লা দিয়ে বাড়ছে। তাদের হাসপাতালে পাওয়া যাচ্ছেনা বেড। অক্সিজেনের ঘাটতিতে হচ্ছে রোগীর মৃত্যু। হাসপাতালের বাইরে রোগীদের লম্বা লাইন দেখা যাচ্ছে। এমন ভয়াবহ পরিস্থিতির মাঝে করোনা মোকাবিলার জন্য রাজ্যগুলির পাশে দাঁড়ালো কেন্দ্র সরকার (Central Government)। রাজ্যগুলি যাতে করোনা মোকাবেলা করার জন্য কোন রকম অর্থ সংকটের সম্মুখীন না হয় তার জন্য নির্ধারিত সময়ের এক মাস আগে বিপর্যয়ের মোকাবিলা খাতে রাজ্যগুলির প্রাপ্ত অর্থ বরাদ্দ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক (Finance Ministry)। এমনকি অর্থ বরাদ্দ করার আগে 'ইউটিলাইজেশন সার্টিফিকেট' পরীক্ষা করে দেখা হয়নি।
আজ অর্থাৎ শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, "রাজ্যগুলির বিপর্যয় মোকাবিলা তহবিলের প্রথম কিস্তির ৮ হাজার ৮৭৩.৬ কোটি টাকা বরাদ্দ করা হলো। এখান থেকে সব রাজ্য নিজেদের জন্য বরাদ্দ অর্থ ব্যবহার করতে পারবে। প্রত্যেকটি রাজ্য এই বরাদ্দের অর্ধেক ৪ হাজার ৪৩৬.৮ কোটি টাকা শুধুমাত্র করোনা মোকাবিলার জন্য ব্যবহার করতে পারবে।" জানানো হয়েছে যে কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রকের আদেশে দ্রুত এই কাজ করেছে। এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে রাজ্য সরকার তাদের হাসপাতালের জন্য অক্সিজেন প্ল্যান্ট, ভেন্টিলেটর, থার্মাল স্ক্যানার ও অন্যান্য চিকিৎসা সামগ্রী যাতে কিনতে পারে তার উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে কয়েকটি রাজ্য কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিল যে কেন তারা বৈষম্যমূলক দামে টিকা কিনবে? এই পরিস্থিতিতে অর্থ বরাদ্দের সিদ্ধান্ত কেন্দ্র সরকারের অস্বস্তি কিছুটা কমাবে।