২৬ জানুয়ারির ট্র্যাক্টর মিছিলের ছাড়পত্র দিলেও আন্দোলনকারী নেতাদের সাবধানবাণী শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রক নিযুক্ত দিল্লি পুলিশ। তাদের দাবি কৃষক আন্দোলনে বিশৃঙ্খলা তৈরি করতে পাকিস্থান থেকে টুইটারে উস্কানিমূলক পোস্ট করা হচ্ছে। দিল্লি পুলিশ ৩০৮ টি টুইটার অ্যাকাউন্ট শনাক্ত করেছে যাদের পোস্ট দেখে আন্দাজ করা যায় তারা ২৬ জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিশৃঙ্খলা সৃষ্টির তালে আছে। একইসাথে কৃষকদের উস্কে দিয়ে তাদের ট্র্যাক্টর মিছিলেও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় আছে ওই একাউন্টগুলি। ১৩-১৮ জানুয়ারির মধ্যে এই সবকটি টুইটার হ্যান্ডেল খোলা হয়েছে।
প্রায় ৬০ হাজার ট্র্যাক্টর নিয়ে এই মিছিলের প্রস্তুতি সম্পূর্ণ। এখন হঠাৎই পুলিশের এই সতর্কতা ভাবাচ্ছে কৃষক নেতাদের। যদিও দাঁতে দাঁত চেপে সব ঝড়ঝাপটা সহ্য করে লড়ে চলেছেন আন্দোলনকারীরা। তাঁদের স্পষ্ট কথা, “সরকার আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে চাইছে হয়তো। ঠিক আছে। যা ইচ্ছে করুক। কিন্তু আইন প্রত্যাহার না করা অবধি আমরা এখানেই থাকছি।”