ক্রমাগত বৃষ্টির জেরে অসমের ১৫টি জেলায় দেখা গিয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। ক্ষতিগ্রস্ত প্রায় ২.২৫ লক্ষের অধিক মানুষ। একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে ব্রহ্মপুত্র নদের জল। অসম, অরুনাচল প্রদেশের কিছু অংশে জারি করা হয়েছে কড়া সতর্কবার্তা। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ্মীপুর (৯১ হাজার) , মাজলি (৪৭ হাজার), ধেমাজি(৩২ হাজার), ডিব্রুগড়(১১ হাজার) , চিরাঙ্গ (৭ হাজার) ও তিনসুকিয়া (৯ হাজার)।
এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে জলমগ্ন ৫০০ অধিক গ্রাম, ১৬ হাজার ৩৩৮ হেক্টর চাষ জমি। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ্মীপুরের ৯৭টি গ্রাম, ধেমাজির ৫৬টি ও মজুলির ৬৪টি গ্রাম। বহু মানুষকে ইতিমধ্যে নিরাপদ আশ্রয় স্থলে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের তরফে ২৫টি ত্রাণ শিবির ও ৩৭টি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করা হয়। প্রায় ৭০০০ জনকে ত্রাণ শিবির কেন্দ্রে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আজও ধেমাজি জেলার জোনাই থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেছে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী।