২৭ জুলাই, ২০২৪
দেশ

বিপদসীমার ওপর দিয়ে আসামে ব‌ইছে জল, নতুন করে প্লাবিত হল গুয়াহাটি এলাকা

গত ২৪ ঘন্টায় ৩২ টি জেলার মোট ৪২৯১ টি গ্রাম প্লাবিত হয়েছে অতিবর্ষণের জেরে
Assam flood 2 Bengali News
twitter.com/himantabiswa
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৯ জুন ২০২২
শেষ আপডেট: ১৯ জুন ২০২২ ১৮:২২

ভয়াবহ চেহারা নিচ্ছে আসামের বন্যা পরিস্থিতি। পরপর বেশ কয়েকটি জেলা প্লাবিত হ‌ওয়ায় রাতারাতি বানভাসি অবস্থা রাজ্যজুড়ে। আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এএসডিএমএ) সর্বশেষ আপডেট অনুসারে, গত ছয় দিন ধরে লাগাতার বর্ষনের জেরে বন্যা এবং ভূমিধস প্রত্যক্ষ করছে রাজ্যটি। গত ২৪ ঘন্টায় ৩২ টি জেলার মোট ৪,২৯১ টি গ্রাম প্লাবিত হয়েছে। এর জেরে প্রভাবিত হয়েছে প্রায় ৩১ লাখ লোক। ইতিমধ্যেই ১.৫৬ লাখ লোককে রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা ৫১৪ টি ত্রানশিবিরে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। যারা আশ্রয় নেননি তাদের ত্রাণ বন্টন করা হয়েছে। সাময়িকভাবে ৩০২ টি নতুন ত্রাণকেন্দ্র খোলা হয়েছে।

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স জেলা প্রশাসনকে বন্যা কবলিত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের কর্মীরা, পুলিশ সদস্য এবং এএসডিএমএ স্বেচ্ছাসেবকদেরও উদ্ধার অভিযানের জন্য মোতায়েন করা হয়েছে। সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত বিভিন্ন সংস্থা ২০,৯৮৭ জনকে সরিয়ে নিয়েছে। প্রসঙ্গত, শনিবার রাত থেকে শুরু হ‌ওয়া প্রবল বৃষ্টির জেরে গুয়াহাটি শহরের কোনো কোনো এলাকায় বুক সমান জল জমে গিয়েছে।

গুয়াহাটি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের কমিশনার দেবাশীষ শর্মার নির্দেশে ভারালু নদীর স্লুইস গেট বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আসামে ভারী বর্ষণ এবং ব্রহ্মপুত্র দিয়ে অতিরিক্ত জল প্রবাহের কারণে, গুয়াহাটিতে নদীর জলের স্তর যথেষ্ট বেড়েছে। এর ফলে শহরের নতুন এলাকা প্লাবিত হয়েছে। গত কয়েকদিন ধরে, আমরা ভারালুতে বন্যার জল পাম্প করলেও কিন্তু আজ আমরা তা করতে পারছি না।" ইতিমধ্যেই চিড়িয়াখানা রোড, আরজি বড়ুয়া রোড, নবীন নগর, অনিল নগর, হাতিগাঁও, লাচিত নগর, তরুণ নগর, জ্যোতিকুচি, ঘোড়ামারা, ভিআইপি রোড, চাঁদমারি এবং আরও অনেক এলাকা থেকে বন্যার খবর আসতে শুরু করেছে। অন্যদিকে কাছাড়, ডিমা হাসাও, গোয়ালপাড়া, হাইলাকান্দি, কামরুপ মেট্রোপলিটন, করিমগঞ্জ এবং দক্ষিণ সালমারা জেলা থেকে নতুন করে ভূমিধসের খবর পাওয়া গেছে। করিমগঞ্জের বিপি ঘাটে বরাক নদী, কাছাড়ের এপি ঘাট ও হাইলাকান্দির মাটিজুরি এবং করিমগঞ্জ শহরের কুশিয়ারা উপনদীর জল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
২২ জুন

বর্ষায় থেকে যায় নানান রোগবালাইয়ের ঝুঁকি

healthy food diet
২০ জুন

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

Rain taxi kolkata
৪ অক্টোবর

দক্ষিণবঙ্গে কমলা সর্তকতা, উত্তরবঙ্গে জারি হয়েছে লাল সর্তকতা

Rain taxi kolkata
১০ সেপ্টেম্বর

জি ২০ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সঙ্গে ছিলেন তাঁর পুত্র

Justin Trudeau and narendra modi
২৭ আগস্ট

ফুলের তোড়া এবং অসমের বিখ্যাত গামছা এবং জাপি দিয়ে অভ্যর্থনা জানানো হয় তাঁকে

Srabanti silchar
১০ আগস্ট

এই ছুটি মা কিংবা বাবা টানা ৭৩০ দিন অর্থাৎ দুই বছর নিতে পারবেনা, রয়েছে নিয়ম

new born child
২৭ জুলাই

যুবতীকে ভর্তি করানো হয়েছে স্থানীয় একটি হাসপাতালে

rape fear woman attacked torture
৫ জুলাই

বৃষ্টিপাত হলেও বজায় থাকবে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি

Rain taxi kolkata
৩০ মে

বিজেপি সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রতিবাদে কয়েক দিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা

Wrestler protest
২৮ মে

আশঙ্কাজনক অবস্থায় তাদের পুরীর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়

Puri Jagannath temple