মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী দিল্লি (Delhi)। ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন, গুরুতর আহত ১। সূত্রের খবর, দিল্লির শাহদরার ফর্স বাজার এলাকার বাড়িতে এই বিস্ফোরণ ঘটেছে।
পুলিশের প্রাথমিক তদন্তের পর জানা গেছে, একটি গ্যাস সিলিন্ডারে আগুন লেগে এই বিপর্যয় ঘটে। আগুন লাগার পর প্রচণ্ড বিস্ফোরণে সেটি ফেটে যায়। পুরো বাড়িটি আগুন লেগে ভস্মীভূত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আছে দমকলের ৯ টি ইঞ্জিন। বিস্ফোরণের ফলেই বাড়িতে আগুন লাগে। ঘটনায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর আহত ১ জনকে স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কীভাবে বিস্ফোরণ ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ।
উল্লেখ্য, রাজধানী দিল্লিতে চলতি বছরে পরপর কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্ন উঠেছে। চলতি মাসে এইমসে বিধ্বংসী অগ্নিকাণ্ড কিংবা দিল্লির লাজপত নগরের পোশাকের শো রুমে আগুন লাগার ঘটনা ঘটেছিল।