দেনার দায়ে কোনও ব্যাঙ্ক (bank) ডুবে গেলেও সুরক্ষিত থাকবে গ্রাহকদের টাকা। রবিবার 'ডিপোজিটরস ফার্স্ট : গ্যারেন্টিড টাইম-বাউন্ড ডিপোজিট ইন্সুরেন্স পেমেন্ট আপ টু রুপিস ৫ লাখ' নামক এক অনুষ্ঠানে দেশের ব্যাঙ্ক গ্রাহকদের উদ্দেশ্য করে এমনই আশ্বাস দিতে দেখা গেল প্রধানমন্ত্রী(PM) নরেন্দ্র মোদীকে (Narendra Modi)। অনুষ্ঠানমঞ্চ থেকে তিনি জানান, বিমার (insurance) মাধ্যমে দেশের ৯৮.১ শতাংশ গ্রাহকের টাকা সুরক্ষিত করে ফেলেছে সরকার। জানিয়েছেন, গ্রাহকদের মোট ৭৬ লক্ষ কোটি টাকা ইতিমধ্যেই চলে এসেছে বিমা সুরক্ষার আওতায়।
ব্যাঙ্ক ডুবে গেলে এতদিন পর্যন্ত সরকারী বিমার মাধ্যমে ১ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পেতেন গ্রাহকরা। তবে মোদী সরকারের আমলে সেই টাকার পরিমান বাড়িয়ে ৫ লক্ষ করা হয়। আর আজ সেই কথাই আশ্বাস অনুষ্ঠানমঞ্চ থেকে আরও একবার উল্লেখ করলেন প্রধানমন্ত্রী।
এমনিতেই ব্যাঙ্ক বেসরকারিকরণ (bank privatisation) নিয়ে মধ্য এবং নিম্নবিত্ত ব্যাঙ্ক গ্রাহকদের মধ্যে ভীতিসঞ্চার হয়েছে। তার মাঝে প্রধানমন্ত্রীর এমন আশ্বাস গ্রাহকদের সাহস জোগাবে বলেই মনে করা হচ্ছে। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এও বলেন যে, মধ্যবিত্তদের ভীতি দূর করতে ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ার ৯০ দিনের মধ্যে তাঁদের টাকা যাতে তাঁরা ফেরত পান, সে বিষয়ে নিশ্চিত করবে সরকার।। তিনি আরও জানান, ফেরত পাওয়া টাকার সর্বোচ্চ সীমা ১ লক্ষ নয়, বরং ৫ লক্ষ টাকা।
তবে আজকেও অনুষ্ঠানের মঞ্চ থেকে কংগ্রেসকে (Congress) কটাক্ষ করতে ছাড়েননি মোদী। তিনি বলেন, “যখন আমি মুখ্যমন্ত্রী ছিলাম, তখন বারবার অনুরোধ করতাম টাকা ফেরতের ঊর্ধ্বসীমা ১ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করে দেওয়ার জন্য। কিন্তু আমার কথা শোনা হয়নি। সেজন্যই আপনারা আমাকে পাঠিয়েছেন”।