বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর তার আগেই জনস্বার্থের উদ্দেশ্য রাজনৈতিক দলগুলি বক্তব্য রাখবেন না, এমনকি হতে পারে?
আর তাই বছরান্তে বাদ পড়লেন না স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সেই মতোন গতকালই প্রধানমন্ত্রী ট্যুইট করেন, "আগামীকাল সকাল ১১টায় থাকুন 'মন কি বাত' অনুষ্ঠানে৷" কোভিড ১৯-এর কারণে বাধা-বিঘ্নে ভরা বছর ২০২০ কেমন কাটল, আগামী বছরের পরিকল্পনা কী? এবারের "মন কি বাতে"-র সপ্তাহ খানেক আগেই সাধারণ মানুষের কাছে জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী৷
সেই মতোন ট্যুইটে লিখেছিলেন, "বছরটা কেমন গেল, ২০২১ সাল নিয়ে কী পরিকল্পনা রয়েছে ? বছর শেষের 'মন কী বাত'-এ জানান৷ মাইগভ, নমো অ্যাপ অথবা ১৮০০-১১-৭৮০০ নম্বরে মেসেজ রেকর্ড করে আপনার বক্তব্য জানান৷"
এদিন 'মন কি বাত' অনুষ্ঠানে বছর শেষে তাই ভারতবাসীর উদ্দেশ্য বক্তব্য রাখলেন নরেন্দ্র মোদী। তিনি দেশবাসীর প্রশংসা করে বলেন, "জনতা কঠিন সময়েও একতা দেখিয়েছেন। জনতা কার্ফু হোক বা থালা বাজিয়ে করোনা যোদ্ধাদের সম্মান জানানো সবেতেই একতা দেখিয়েছেন জনতা।"
এছাড়াও তিনি আরও জানান, দেশের সম্ভাবনার নিয়ে আশা দেখেছি। অনেক সংকট এসেছে, কিন্তু তা থেকে আমরা শিক্ষা নিয়েছি। তার রূপ হল - আত্মনির্ভর ভারত, এক বছরের মধ্যে দেশবাসীর অভাবনীয় পরিবর্তন দেখা গিয়েছে।
এর সাথে সাথেই দেশবাসীর উদ্দেশ্য তাঁর আর্জি, "নিত্য প্রয়োজনীয় বিদেশী পণ্যের একটি তালিকা তৈরি করুন, তারপর মিলিয়ে দেখুন সেই পণ্যের ব্যতিক্রম হিসাবে ভারতীয় পণ্য আছে কিনা, আর এরপরে ভারতীয়দের কঠোর পরিশ্রম করে বানানো জিনিস ব্যবহার করুন।"