প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতীয় সেনার মুকুটে আজ নতুন পালক যুক্ত হল। দেশের সামরিক শক্তিকে বৃদ্ধি করতে আজ সোমবার অগ্নি সিরিজের নয়া মিসাইল, "Agni Prime" এর সফল উৎক্ষেপণ করল ভারত। ভারতীয় সেনার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) এক বিবৃতিতে জানিয়েছে, "সোমবার ১০:৫৫ মিনিটে ভুবনেশ্বর থেকে ১৫০ কিলোমিটার পূর্বে ওড়িশা উপকূলের নিকটবর্তী ড: এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে অগ্নি প্রাইম মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।" পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই মিসাইলটি অগ্নি সিরিজের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র। এটি ১ থেকে ২ হাজার কিলোমিটার দূরে কোন একটি নিশানায় নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্র তৈরি করতে অত্যন্ত হালকা মিশ্র ধাতু ব্যবহার করা হয়েছে। এই কারণে অগ্নি সিরিজের আগের মিসাইলের তুলনায় এর ওজন ৫০ শতাংশ কম।
অগ্নি সিরিজের নতুন মিসাইল এই অগ্নি প্রাইম ওজনে হালকা হওয়ায় এটি রেল বা সড়কপথে বিশেষ সামরিক যান থেকে ছোঁড়া যাবে। বিশেষ করে যুদ্ধ পরিস্থিতিতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চিনা নৌবহরের বিরুদ্ধে এই মিসাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালে ডিআরডিও পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি ৫ মিসাইলের সফল উৎক্ষেপণ পরীক্ষা করেছিল। ওই মিসাইল ৫০০০ কিলোমিটার দূরত্বে শত্রুকে ঘায়েল করতে সক্ষম। তবে ভারতীয় সেনা প্রতিরক্ষা গবেষণায় অগ্নি প্রাইম মিসাইলের সফল উৎক্ষেপণকে মাইলফলক হিসেবে দেখছে।