আজ জাতীয় চিকিৎসক দিবস। এই দিন আমাদের কাছে সুপরিচিত না থাকলেও, গত বছর থেকেই আমরা এই দিনটির মর্ম বুঝেছি অনেকেই। করোনার (Covid-19) বিরুদ্ধে একেবারে প্রথম সারিতে দাঁড়িয়েই লড়াই করেছেন চিকিৎসক-চিকিৎসাকর্মীরা। প্রাণ হারিয়েছেন বহু। এই পরিস্থিতিতে তাঁদের পাশে আরও একবার প্রধানমন্ত্রী (Narendra Modi)। আজ জাতির উদ্দেশে ভাষণে সেই চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। শুধু তাই নয়, দেশের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে ৫০ হাজার কোটি টাকার ঋণপ্রকল্পের ঘোষণাও করলেন তিনি। এছাড়া শিশুদের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে আরও ২২ হাজার কোটি টাকা প্রকল্পের কথা জানান মোদি।
প্রধানমন্ত্রী বলেন, "১৩০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আমি সমস্ত চিকিৎসক-চিকিৎসাকর্মীদের ধন্যবাদ জানাতে চাই। আজ, যখন গোটা দেশ মারণ করোনার বিরুদ্ধে লড়ছে, তখন চিকিৎসকরা লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছেন। অনেকেই এই লড়াইয়ে প্রাণ ত্যাগ করেছেন, তাঁদের প্রত্যেককে আমার শ্রদ্ধার্ঘ্য। ডাক্তারদের বলা হয় ভগবানের আরেক অবতার। এমনি এমনি সেটা বলা হয় না। দেশের স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে আমরা ৫০ হাজার কোটি টাকার ঋণপ্রকল্পের ঘোষণা করছি। প্রত্যন্ত এলাকায় যেখানে স্বাস্থ্য পরিষেবা অনুন্নত, সেখানে এই অর্থ কাজে লাগানো হবে। স্বাধীনতার বহু বছর পরেও আমরা দেখেছি কীভাবে স্বাস্থ্য পরিষেবাকে অবহেলা করা হয়েছে। প্রথম ঢেউয়ে দেশে স্বাস্থ্য পরিকাঠামো বাড়ানোর জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এই বছরও ২ লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশে অনেক হাসপাতাল তৈরি হচ্ছে, এমস তৈরি হচ্ছে, মেডিক্যাল কলেজ তৈরি হচ্ছে। দেশের প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরাও এবার ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ করতে পারবে।" এছাড়া শিশুদের স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে আরও ২২ হাজার কোটি টাকার চিকিৎসা পরিকাঠামো তৈরি করার কথাও জানান তিনি।